নয়া অর্থবর্ষে বৃদ্ধি পেরবে ১০ শতাংশের গণ্ডি, পূর্বাভাস সংশোধন করে জানাল বিশ্বব্যাঙ্ক
ওয়াকিবহাল মহলের মতে, করোনা কাটিয়ে দেশের অর্থনীতি যে ফের মূল রাস্তায় ফিরছে, তা স্পষ্ট। সেই কারণেই বৃদ্ধির হারের এই উত্থান।
নয়া দিল্লি: করোনা পেরিয়ে দেশের অর্থনীতি ও আর্থিক বৃদ্ধি ফের ইতিবাচক দিকে এগোচ্ছে বলে আগেই পূর্বাভাস করছিল বিশ্বব্যাঙ্ক (World Bank) থেকে ফিচ, মুডিজ থেকে এডিবি সকলেই। এ বার বৃদ্ধির সেই হার আরও খানিকটা বাড়াল বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাঙ্ক আগেই জানিয়েছিল, ২০২১-২২ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৫.৭ শতাংশের আশপাশে। কিন্তু এবার সেই পূর্বাভাস কার্যত দ্বিগুণ করে এই বৃদ্ধির হার করা হয়েছে ১০.১ শতাংশ।
যা দেখে ওয়াকিবহাল মহলের মতে, করোনা কাটিয়ে দেশের অর্থনীতি যে ফের মূল রাস্তায় ফিরছে, তা স্পষ্ট। সেই কারণেই বৃদ্ধির হারের এই উত্থান। ইতিমধ্যেই একাধিক বিশেষজ্ঞ সংস্থার পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি সাড়ে ৭ শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশের মধ্যে থাকতে পারে। তার মধ্যেই বিশ্বব্যাঙ্কের এই পূর্বাভাস প্রমাণ করে দেশের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। তবে শুধু বিশ্বব্যাঙ্কই নয়, দেশ-বিদেশের প্রথম সারির সবকটি রেটিং এজেন্সিই পরবর্তী অর্থবর্ষের জন্য বৃদ্ধির হারের যে পূর্বাভাস করেছে, তা যথেষ্টই আশাপ্রদ।
অন্য এক প্রখ্যাত রেটিং সংস্থা মুডিজ জানিয়েছে, চলতি ২০২০-২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি হ্রাস পেলেও পরের অর্থবর্ষে এই বৃদ্ধি ১৩.৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এর আগে এই সংস্থা জানিয়েছিল, ২০২১-২২-তে অর্থনীতি ১০ শতাংশের বেশি হারে বৃদ্ধি পাবে।
আরেক রেটিং সংস্থা ফিচ গত জানুয়ারিতে জানিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে দেশের জিডিপি ১১ শতাংশ হাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অন্য এক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি জানিয়েছে, বর্তমান বছরে অর্থনীতি ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, কিন্তু ২০২১-২২ অর্থবর্ষে এই বৃদ্ধি কমপক্ষে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে। যা করোনার পরবর্তী সময়ে দেশের জন্য অত্যন্ত ইতিবাচক। দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের সমীক্ষায় জানিয়েছে ২০২১-২২ অর্থবর্ষে এই বৃদ্ধির পরিমাণ কমপক্ষে ১১ শতাংশের আশেপাশেই থাকছে। এর থেকেই স্পষ্ট করোনা, লকডাউন, টিকাকরণ-সহ একাধিক বিষয় সামলেও দেশের অর্থনীতি আগামী অর্থবর্ষে ইতিবাচক দিকেই থাকবে। বিশেষজ্ঞ সংস্থা ও এজেন্সির এই রেটিং নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য ভাল খবর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: বিরাট ধস, বিটকয়েনের স্বপ্নের দৌড় ৫ মিনিটেই চুরমার