Share Market: ফের আরও এক শনিবার খোলা শেয়ার মার্কেট, দালাল স্ট্রিটে শোরগোল

Share Market: দ্বিতীয় বিশেষ লাইভ ট্রেডিং সেশন শুরু হবে সকাল সাড়ে এগারোটায়। শেষ হবে সাড়ে ১২টায়। অর্থাৎ সারাদিনব্যাপী ট্রেডিং হবে না। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ধরনের ট্রেডিংয়ে বড় ওঠানামা দেখা যেতে পারে ফিউচার ও অপশন ট্রেডিংয়ে।

Share Market: ফের আরও এক শনিবার খোলা শেয়ার মার্কেট, দালাল স্ট্রিটে শোরগোল
দালাল স্ট্রিট।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 9:57 PM

কলকাতা: ২২ জানুয়ারি সোমবার রাম মন্দিরের উদ্বোধনের দিন বন্ধ ছিল শেয়ার বাজারের দরজা। কিন্তু, বেনজিরভাবে তার আগের শনিবার ২০ জানুয়ারি খোলা থিল দালাল স্ট্রিট। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। সাধারণত শনি-রবিবার বন্ধ থাকে শেয়ার বাজার। বিশেষ কোনও কারণ ছাড়া সপ্তাহের এই দুই দিন চলে না লেনদেন। এমতাবস্থায় এবার ফের আরও এক শনিবার খোলা থাকছে শেয়ার বাজার। ২ মার্চ শনিবার স্পেশ্যাল ট্রেডিং সেশন চালাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। ইতিমধ্যেই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে এনএসই। 

তাতেই জানা যাচ্ছে অন্যদিনের মতো এদিন দিনভর ট্রেডিং চালানো যাবে না। এনএসই-র সার্কুলার বলছে, ওই দিন ট্রেডিং মূলত দুটি ধাপে চলবে। প্রথম পর্বে ৪৫ মিনিটের সেশন হবে। যা  অন্যদিনের মতোই সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে। বিজ্ঞপ্তি অনুসারে, তার আগে সকাল ৯ টা থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত একটি প্রি-ওপেন সেশন থাকবে। এরপর সকাল ৯.১৫ মিনিটে বাজার খুলবে। ১০ টায় বন্ধ হবে। 

দ্বিতীয় বিশেষ লাইভ ট্রেডিং সেশন শুরু হবে সকাল সাড়ে এগারোটায়। শেষ হবে সাড়ে ১২টায়। অর্থাৎ সারাদিনব্যাপী ট্রেডিং হবে না। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ধরনের ট্রেডিংয়ে বড় ওঠানামা দেখা যেতে পারে ফিউচার ও অপশন ট্রেডিংয়ে। সার্কুলারে এও বলা হচ্ছে, প্রথম দফার ট্রেডিং প্রাথমিক ওয়েবসাইটে চললেও দ্বিতীয় বিশেষ লাইভ ট্রেডিং সেশনটি ইন্ট্রাডে ডিজাস্টার রিকভারি (DR) সাইটে স্যুইচ করা হবে। দ্বিতীয় বিশেষ লাইভ সেশনটির ক্ষেত্রেও থাকছে প্রি-ওপেন সেশন। শুরু হবে সকাল ১১টা ১৫ মিনিটে। মূল ট্রেডিং শুরু সাড়ে এগারোটায়। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে বিস্তর ওঠানামা দেখা গিয়েছে শেয়ার পাড়ায়। নিফটি থেকে সেনসেক্স, অস্থিরতা সব জায়গাতেই। এখন অতিরিক্ত একদিন বাজার খোলা থাকায় বিনিয়োগকারীরা লাভের মুখ দেখতে পারেন কিনা এখন সেটাই দেখার। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।