Bank holiday: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে, কোথায় বন্ধ থাকবে?

Bank holiday: চলতি বছরের জুলাই মাসে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি ১৫ দিন বন্ধ থাকবে। সপ্তাহান্ত ছাড়াও, মহরম, গুরু হরগোবিন্দজির জন্মদিন, আশুরা এবং কের পুজোর মতো অনুষ্ঠানেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank holiday: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে, কোথায় বন্ধ থাকবে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 12:31 AM

নয়া দিল্লি: ব্যাঙ্কের (Bank) বিশেষ কোনও কাজ থাকলে এই খবরটি জানা বিশেষ জরুরি। চলতি সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। এই ছুটিগুলির মধ্যে একটি রবিবার এবং বাকি চারটি সরকারি ছুটি। সপ্তাহের প্রথম দিন, সোমবারই ত্রিপুরায় সব ব্যাঙ্ক বন্ধ ছিল। খারচি পুজোর কারণে এই ছুটি। এরপর ইদুজ্জোহা উপলক্ষে আগামী বুধবার, ২৮ জুন কেরল, মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ইদুজ্জোহা অনেক জায়গায় তিন থেকে চার দিন ধরে পালিত হয়। এখানে জেনে নিন চলতি সপ্তাহে কোন দিন, কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

কবে, কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে?

২৬ জুন, ২০২৩: খারচি পুজোর কারণে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ জুন ২০২৩: ইদুজ্জোহা উপলক্ষে কেরল, মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৯ জুন ২০২৩: ইদুজ্জোহা উপলক্ষে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ জুন ২০২৩ 2023: ইদুজ্জোহার কারণে মিজোরাম এবং ওড়িশায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ জুন ২০২৩: রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০২৩ সালের জুন মাসে ব্যাঙ্ক ছুটি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুসারে, এই মাসে (জুন ২০২৩) ব্যাঙ্কগুলি দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবার সহ মোট ১২ দিন বন্ধ থাকবে।

২০২৩ সালের জুলাই মাসে ব্যাঙ্ক ছুটি

চলতি বছরের জুলাই মাসে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি ১৫ দিন বন্ধ থাকবে। সপ্তাহান্ত ছাড়াও, মহরম, গুরু হরগোবিন্দজির জন্মদিন, আশুরা এবং কের পুজোর মতো অনুষ্ঠানেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।