Aadhar Card: দারুণ খবর, এক ধাক্কায় অনেকটাই কমল আধার কার্ড সংশোধনের যাবতীয় খরচ

Aadhaar Card Authentication: চলতি মাসেই ইউআইডিএআই(UIDAI)-র তরফে জানানো হয়েছিল, যারা মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করেননি, তারাও এ বার থেকে ইউআইডিএআই-র ওয়েবসাইট থেকে সরাসরি আধারকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Aadhar Card: দারুণ খবর, এক ধাক্কায় অনেকটাই কমল আধার কার্ড সংশোধনের যাবতীয় খরচ
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 3:43 PM

নয়া দিল্লি: আধার কার্ড যাচাই বা তথ্য সংশোধনের ক্ষেত্রে কমছে আরও খরচ। গ্রাহকদের সুবিধার কথা ভেবে এ বার আধার কার্ড তৈরির সংশ্লিষ্ট সরকারি সংস্থার তরফে জানানো হল, এ বার থেকে আধার কার্ডের প্রমাণীকরণ(Aadhar Card Authentication)-র জন্য এ বার থেকে আর ২০ টাকা করে লাগবে না। মাত্র ৩ টাকা খরচ করেই এই কাজ সম্পন্ন হবে।

সম্প্রতিই এনপিসিআই-আইএএমএআই(NPCI-IAMAI)–র তরফে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট(Global Fintech Fest)-র আয়োজন করা হয়েছিল। সেখানেই ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার সিইও সৌরভ গর্গ জানান, আধার কার্ড সম্পর্কিত কাজের খরচ কমানো হচ্ছে। সাধারণ মানুষ যাতে আরও কম খরচে পরিষেবা পান এবং বিভিন্ন সংস্থাও যাতে দ্রুত কাজ করে, সেই লক্ষ্যেই আধার কার্ড প্রমাণীকরণের জন্য এবার থেকে ২০ টাকার বদলে মাত্র ৩ টাকা লাগবে।

এখনও অবধি ৯৯ কোটিরও বেশি ই-কেওয়াইসি(e-KYC)-র কাজ হয়েছে আধার সিস্টেম ব্যবহার করে। চলতি মাসেই ইউআইডিএআই(UIDAI)-র তরফে জানানো হয়েছিল, যারা মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করেননি, তারাও এ বার থেকে ইউআইডিএআই-র ওয়েবসাইট থেকে সরাসরি আধারকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, আধার কার্ড প্রমাণীকরণ বা আপডেটের ক্ষেত্রে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, তাকে আধার (প্রাইজিংঅব আধার অথেন্টিকেশন সার্ভিস) নিয়ম ২০২১ বলা হচ্ছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী-

১. আধারকার্ড প্রমাণীকরণের জন্য এবার থেকে ২০ টাকার বদলে ৩ টাকা লাগবে। এরমধ্যে যাবতীয় করও অন্তর্ভুক্ত থাকবে। আধার কার্ডের ই-কেওয়াইসি ট্রানজ়াকশন ও ‘হ্য়াঁ’ বা ‘না’য়ের মাধ্যমে যে তথ্য যাচাই করার কাজ হবে, তার জন্য ৫০ পয়সা খরচ হবে।

২. যদি ই-কেওয়াইসি ট্রানজ়াকশন ও ‘হ্য়াঁ’ বা ‘না’য়ের মাধ্যমে যে তথ্য যাচাইয়ের প্রচেষ্টা ব্যর্থও হয়, সেক্ষেত্রেও ৫০ পয়সা করে চার্জ লাগবে।

৩. যদি কোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রক বা দফতরের কোনও পরিষেবার জন্য সেই দফতর মারফত বা তরফে ওই আবেদন করা হয়, সেক্ষেত্রে কোনও চার্জ লাগবে না।

৪. উপরোক্ত খরচগুলির সঙ্গে লাইসেন্স ফি সহ বাকি ফি গুলিও দিতে হবে।

৫. যদি কোনও লেনদেন ব্যর্থ হয় বা আটকে যায়, তবে লেনদেনের “এরর কোড” ও তার চার্জ আলাদাভাবে ইস্য়ু করা হবে।

৬. উপরোক্ত নিয়ম অনুয়ায়ী প্রমাণীকরণের ক্ষেত্রে লেনদেন বাবদ খরচ (আধার ই-কেওয়াইসি এবং হ্যাঁ/না লেনদেন উভয়ের ক্ষেত্রেই) প্রতি দুই বছর অন্তর সংশোধন করা হবে এবং এটিকে ভোক্তা মূল্য সূচকের সঙ্গে সংযুক্ত করা হবে।

আরও পড়ুন: ৬ মাসে সর্বনিম্ন সোনার দর, জানুন আজ সোনালি ধাতুর দাম কত 

আরও পড়ুন:  সপ্তাহে মাত্র চারদিন করতে হবে কাজ! নয়া নিয়ম চালু ভারতের তথ্য প্রযুক্তি সংস্থায়