Biometric data locking: ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যাচ্ছে আপনার আধার বায়োমেট্রিক তথ্য! কীভাবে আটকাবেন?
Biometric data locking: নাম, ফোন নম্বর এবং ঠিকানা-সহ আধার এবং পাসপোর্টের তথ্যের মতো বিশদ বিবরণ চুরি হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর ডাটাবেস থেকে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কীভাবে ভারতীয় নাগরিকরা তাদের তথ্য সুরক্ষিত রাখবেন? অনেকে বলছেন, তথ্য চুরি আঅটকাতে বায়োমেট্রিক বিবরণ লক করার কথা। কিন্তু কীভাবে লক করা বায়োমেট্রিক বিবরণ?
নয়া দিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা, ‘রিসিকিউরিটি’র এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৮১ কোটিরও বেশি ভারতীয়র ব্যক্তিগত তথ্য সম্প্রতি বিক্রি হয়েছে ডার্ক ওয়েবে। নাম, ফোন নম্বর এবং ঠিকানা-সহ আধার এবং পাসপোর্টের তথ্যের মতো বিশদ বিবরণ চুরি হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর ডাটাবেস থেকে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কীভাবে ভারতীয় নাগরিকরা তাদের তথ্য সুরক্ষিত রাখবেন? অনেকে বলছেন, তথ্য চুরি আঅটকাতে বায়োমেট্রিক বিবরণ লক করার কথা। কিন্তু কীভাবে লক করা বায়োমেট্রিক বিবরণ?
বায়োমেট্রিক লকিং কি?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, বায়োমেট্রিক লকিং/আনলকিং হল এমন এক পরিষেবা যা নাগরিকদের তাদের বায়োমেট্রিক তথ্যাবলী লক করতে এবং অস্থায়ীভাবে আনলক করতে দেয়৷ নাগরিকদের বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা রক্ষার জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে৷
কোন কোন বায়োমেট্রিক তথ্য লক করা যায়?
বায়োমেট্রিক পদ্ধতি হিসাবে আঙুলের ছাপ, চোখের মণি এবং মুখের ছবি নেওয়া হয়। এই বায়োমেট্রিক তথ্যগুলিই লক করা যায়।
আধার বায়োমেট্রিক তথ্য লক হলে কী হবে?
লক করা থাকলে ওই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে যে কেউ নিজেকে সংশ্লিষ্ট আধার তথ্যের ধারক হিসেবে প্রমাণ করতে পারবেন না।
কীভাবে লক করবেন বায়োমেট্রিক তথ্য?
ইউআইডিএআই (UIDAI)-এর ওয়েবসাইটে যান এবং আপনার প্রোফাইলে লগ ইন করুন
“মেনু” বোতামে ক্লিক করুন
“বায়োমেট্রিক্স সেটিংস” এ ক্লিক করুন
“এনাবেল বায়োমেট্রিক লক” বিকল্পে টিক দিন
“ওকে” টিপুন
এরপর, আপনি নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন
সেই ওটিপিটি নির্দিষ্ট জাযগায় দিলেই আপনার বায়োমেট্রিক বিবরণ লক হয়ে যাবে
কীভাবে বায়োমেট্রিক আধার ডেটা আনলক করবেন?
বায়োমেট্রিক আনলকটি নাগরিকরা ইউআইডিএআই ওয়েবসাইট, আধার তালিকাভুক্তি কেন্দ্র, আধার সেবা কেন্দ্র অথবা m-Aadhaar অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এই পরিষেবাটি পেতে আধারের সঙ্গে মোবাইল নম্বরের নিবন্ধন অপরিহার্য। যদি আপনার মোবাইল নম্বর আধারের সাথে যুক্ত না থাকে, তাহলে নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে যান।