‘ফার্স্ট বয়’ আদানি পাওয়ার, কোন পরীক্ষায় সবাইকে পিছনে ফেলে দিল সংস্থা?

Adani Power: কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে ১০০-এ ৬৭ পেয়েছে আদানি পাওয়ার, যেখানে প্রতিযোগী অধিকাংশ সংস্থাই গড়ে ৪২ রেটিং পেয়েছে। গত অর্থবর্ষে আদানি পাওয়ারের এই রেটিং ছিল ৪৮।

'ফার্স্ট বয়' আদানি পাওয়ার, কোন পরীক্ষায় সবাইকে পিছনে ফেলে দিল সংস্থা?
আদানি পাওয়ার।Image Credit source: Getty Image & PTI
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 6:36 AM

আহমেদাবাদ: সেরার তালিকায় শীর্ষে আদানি পাওয়ার লিমিটেড। আদানি গোষ্ঠীর সংস্থা আদানি পাএয়ার কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে চমকপ্রদ ফল করল। গ্লোবাল রেটিং এজেন্সি, এস অ্যান্ড পি গ্লোবালের তরফেই ২০২৩-২৪ অর্থবর্ষের পর্যালোচনা-বিশ্লেষণ করে এই রেটিং দিয়েছে।

কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে ১০০-এ ৬৭ পেয়েছে আদানি পাওয়ার, যেখানে প্রতিযোগী অধিকাংশ সংস্থাই গড়ে ৪২ রেটিং পেয়েছে। গত অর্থবর্ষে আদানি পাওয়ারের এই রেটিং ছিল ৪৮। এবার তা ৬৭-এ পৌঁছেছে। আর এই রেটিংয়ের ফলেই গ্লোবাল ইলেকট্রিক ইউটিলিটি সেরা ৮০ শতাংশে উঠে আসল। মানবাধিকার, স্বচ্ছতা, রিপোর্টিং, জল, দূষণ প্রতিরোধে ১০০-এ ১০০ পেয়েছে আদানি পাওয়ার। শক্তি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা এবং কমিউনিটি সম্পর্কে ৯০ শতাংশ পেয়েছে আদানি পাওয়ার।

প্রসঙ্গত, এস অ্যন্ড পি গ্লোবাল স্কোর হল সংস্থার পারফরম্যান্সের মানদণ্ড। কোনও সংস্থায় কী কী সুযোগ রয়েছে, কী ঝুঁকি রয়েছে- যাবতীয় পর্যালোচনা করা হয়।

আদানি পাওয়ার দেশের বৃহত্তম বেসরকারি থার্মাল শক্তি উৎপাদক সংস্থা। গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড ও তামিলনাড়ুতে আদানি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেখান থেকে ১৭ হাজার ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। শুধু গুজরাটের সোলার পাওয়ার প্ল্যান্ট থেকেই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। গুণমান বজায় রাখা ও অল্প দামে বিদ্যুৎ সরবরাহ করাই আদানি পাওয়ারের লক্ষ্য।