‘ফার্স্ট বয়’ আদানি পাওয়ার, কোন পরীক্ষায় সবাইকে পিছনে ফেলে দিল সংস্থা?
Adani Power: কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে ১০০-এ ৬৭ পেয়েছে আদানি পাওয়ার, যেখানে প্রতিযোগী অধিকাংশ সংস্থাই গড়ে ৪২ রেটিং পেয়েছে। গত অর্থবর্ষে আদানি পাওয়ারের এই রেটিং ছিল ৪৮।
আহমেদাবাদ: সেরার তালিকায় শীর্ষে আদানি পাওয়ার লিমিটেড। আদানি গোষ্ঠীর সংস্থা আদানি পাএয়ার কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে চমকপ্রদ ফল করল। গ্লোবাল রেটিং এজেন্সি, এস অ্যান্ড পি গ্লোবালের তরফেই ২০২৩-২৪ অর্থবর্ষের পর্যালোচনা-বিশ্লেষণ করে এই রেটিং দিয়েছে।
কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে ১০০-এ ৬৭ পেয়েছে আদানি পাওয়ার, যেখানে প্রতিযোগী অধিকাংশ সংস্থাই গড়ে ৪২ রেটিং পেয়েছে। গত অর্থবর্ষে আদানি পাওয়ারের এই রেটিং ছিল ৪৮। এবার তা ৬৭-এ পৌঁছেছে। আর এই রেটিংয়ের ফলেই গ্লোবাল ইলেকট্রিক ইউটিলিটি সেরা ৮০ শতাংশে উঠে আসল। মানবাধিকার, স্বচ্ছতা, রিপোর্টিং, জল, দূষণ প্রতিরোধে ১০০-এ ১০০ পেয়েছে আদানি পাওয়ার। শক্তি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা এবং কমিউনিটি সম্পর্কে ৯০ শতাংশ পেয়েছে আদানি পাওয়ার।
প্রসঙ্গত, এস অ্যন্ড পি গ্লোবাল স্কোর হল সংস্থার পারফরম্যান্সের মানদণ্ড। কোনও সংস্থায় কী কী সুযোগ রয়েছে, কী ঝুঁকি রয়েছে- যাবতীয় পর্যালোচনা করা হয়।
আদানি পাওয়ার দেশের বৃহত্তম বেসরকারি থার্মাল শক্তি উৎপাদক সংস্থা। গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড ও তামিলনাড়ুতে আদানি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেখান থেকে ১৭ হাজার ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। শুধু গুজরাটের সোলার পাওয়ার প্ল্যান্ট থেকেই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। গুণমান বজায় রাখা ও অল্প দামে বিদ্যুৎ সরবরাহ করাই আদানি পাওয়ারের লক্ষ্য।