Anant Ambani-Mark Zuckerberg: অনন্তের হাতে ঘড়ি দেখে হামলে পড়লেন জাকারবার্গ দম্পতি, কী এমন বিশেষত্ব এর?
Anant Ambani-Radhika Merchant Wedding: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে সাধারণত কোনও অনুষ্ঠানে দেখা যায় না। সর্বদাই তাঁকে ধূসর রঙের একটি টি-শার্টেই দেখা যায়। এটাই তাঁর ট্রেডমার্ক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-ট্রোলও কম হয়নি। তবে অনন্ত অম্বানীর বিয়েতে এসেই সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল মেটা-র সিইও মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান-কে।
আহমেদাবাদ: গুজরাটের জামনগরে বসেছিল চাঁদের হাট। অম্বানী পরিবারে খুশির হাওয়া। সাতপাকে বাঁধা পড়ছেন মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। গুজরাটের জামনগরে তিনদিন ধরে বসেছিল প্রাক-বিবাহের আসর। সেখানে কে না ছিলেন। বিল গেটস থেকে শুরু করে রিহানা, ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ-সকলেই এসেছিলেন এই বিশাল অনুষ্ঠানে যোগ দিতে। বলিউডের তারকারা তো রয়েইছেন। অম্বানীর বৈভব দেখে শুধু দেশের নয়, গোটা বিশ্বেরই তাক লেগে গিয়েছে।
অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে নজর কাড়ার মতো একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তবে রিহানা ছাড়া সবথেকে বেশি যিনি নজর কেড়েছেন, তিনি হলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে সাধারণত কোনও অনুষ্ঠানে দেখা যায় না। সর্বদাই তাঁকে ধূসর রঙের একটি টি-শার্টেই দেখা যায়। এটাই তাঁর ট্রেডমার্ক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-ট্রোলও কম হয়নি। তবে অনন্ত অম্বানীর বিয়েতে এসেই সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল মেটা-র সিইও মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান-কে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ছাপানো ফুল প্রিন্টের শার্টে দেখা যায় জাকারবার্গকে। স্ত্রী প্রিসিলাকেও দেখা যায় সাপের প্রিন্টের বডি-হাগিং পোশাকে।
তবে জাকারবার্গ দম্পতির নজর কেড়েছে কী, জানেন? একটা ঘড়ি। হবু বর অনন্ত অম্বানীর হাতে একটি ঘড়ি দেখে মুগ্ধ মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী। আগ্রহ দমিয়ে রাখতে না পেরে যুগল অনন্তকে প্রশ্ন করে ফেলেন তাঁর ঘড়ি সম্পর্কে।
Mark Zuckerberg & his wife Priscilla was surprised to see Anant Ambani’s watch. Anant was seen carrying beautiful audemars piguet royal oak open worked skeleton worth INR 14 crore. 🤑#AnantRadhikaWedding | #AnantAmbani pic.twitter.com/DEql5XFWUA
— Radhika Chaudhary (@Radhika8057) March 3, 2024
প্রিসিলা অনন্তের ঘড়ি দেখে বলেন, “তোমার ঘড়িটা ফ্যান্টাস্টিক। কী দারুণ এটা, ওয়াও”। মার্ক জাকারবার্গও সঙ্গে সঙ্গে বলেন, “হ্যাঁ, আমি ওকে বললাম।” প্রিসিলা জিজ্ঞাসা করেন, “কে এই ঘড়ি বানায়?”, অনন্ত জবাব দেন, “রিচার্ড মিল”। মেটা-র সিইও বলেন, “জানো, আমি কখনও ঘড়ি সম্পর্কে খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু এই ঘড়ি দেখে আমার মনে হল, ঘড়িও ‘কুল’ জিনিস।” প্রিসিলা মাঝখানে ঢুকে পড়ে বলেন, “হয়তো আমিও এটা চাইব।”
প্রসঙ্গত, লাক্সারি ব্রান্ড রিচার্ড মিলের ঘড়ি এটি। এই ব্রান্ডের প্রতিটি ঘড়িই অত্যন্ত বিরল এবং অত্যন্ত দামী। অনন্ত অম্বানী যে ঘড়িটি পড়েছিলেন, তার আনুমানিক দাম ১৪ থেকে ১৫ কোটি টাকা। বিশ্বে হাতে গোনা কয়েকটি ঘড়িই রয়েছে।