Bank account transfer: বাড়িতে বসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখা বদল করতে পারেন, কীভাবে জানুন

Bank account transfer: এসবিআই গ্রাহকরা তাদের স্মার্টফোনে YONO অ্যাপ বা YONO Lite এর মাধ্যমে ব্যাঙ্কের শাখা পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোন নম্বর অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে হবে। আবার SBI-এর ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে সহজেই এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করতে পারেন।

Bank account transfer: বাড়িতে বসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখা বদল করতে পারেন, কীভাবে জানুন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 3:13 PM

নয়া দিল্লি: আপনি এক শহরে বাস করছেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য শহরে? বাড়ি থেকে অনেক দূরে? বাসা বদল বা চাকরির স্থানের বদলের কারণে অনেককেই এই সমস্যায় পড়তে হয়। তখন নানা কাজে সেই দূরে ব্যাঙ্কের শাখায় যেতে হয়। এই পরিস্থিতির সবচেয়ে ভাল বিকল্প হল, ব্যাঙ্কের শাখা স্থানান্তর (Bank account transfer) করা। এবার ব্যাঙ্কের শাখা স্থানান্তর করার জন্য আর বারবার ব্যাঙ্কে যেতে হবে না। ঘরে বসেই করতে ব্যাঙ্কের অন্য শাখায় অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারেন। কীভাবে এটা সম্ভব এখানে জেনে নিন।

SBI গ্রাহকরা তাদের স্মার্টফোনে YONO অ্যাপ বা YONO Lite এর মাধ্যমে ব্যাঙ্কের শাখা পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোন নম্বর অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে হবে। আবার SBI-এর ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে সহজেই এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করতে পারেন।

SBI-এর ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট স্থানান্তর করবেন?

১) প্রথমে SBI onlinesbi.com-এর অফিসিয়াল ব্যক্তিগত ব্যাঙ্কিং পৃষ্ঠায় যান। ২) এরপর পার্সোনাল ব্যাঙ্কিংয়ে যান এবং আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করুন। ৩) এবার আপনি ওটিপি পূরণ করার পরে লগ-ইন করলে, মেনু বারে ই-পরিষেবা ট্যাবটি নির্বাচন করুন। ৪) এবার সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফারের বিকল্পটি বেছে নিতে হবে।

Yono SBI-এর মাধ্যমে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন?

১) প্রথমে গ্রাহকরা SBI YONO অ্যাপে লগ ইন করুন। ২)এরপর সার্ভিস অপশনে যান। ৩) এবার ট্রান্সফার অফ সেভিংস অ্যাকাউন্ট বিকল্পটি নির্বাচন করতে হবে। ৪) যে পেজ আসবে সেখানে নন শাখা কোড সহ যে সঞ্চয় অ্যাকাউন্টটি স্থানান্তর করবেন, সেটি দিতে হবে। ৫) নতুন শাখার নাম ফ্ল্যাশ হবে এবং সঠিক হলে সাবমিট অপশনে ক্লিক করুন। ৬) বিস্তারিত চেক করে আপনার অনুরোধ জমা দিন।