Cheque: গুরুত্বপূর্ণ লেনদেন চেকের মাধ্যমে করেন? এই তথ্য না জানালে আর চেক পাস করবে না ব্যাঙ্ক…

Positive Pay System: দেশের অধিকাংশ ব্যাঙ্কের তরফেই জানানো হয়েছে, ১ অগস্ট থেকে পজেটিভ পে সিস্টেম অনুসরণ করা হবে ৫ লক্ষ বা তার বেশি টাকার চেক গ্রহণের জন্য।

Cheque: গুরুত্বপূর্ণ লেনদেন চেকের মাধ্যমে করেন? এই তথ্য না জানালে আর চেক পাস করবে না ব্যাঙ্ক...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2022 | 8:00 AM

নয়া দিল্লি: আপনার অধিকাংশ লেনদেনই কি চেকের মাধ্যমে হয়? তবে নতুন মাস থেকেই নতুন এক সমস্যায় পড়তে পারেন আপনি। ব্যাঙ্কে সঠিকভাবে চেক জমা দিলেও তা পাস না হতে পারে বা আপনার কাছে ফেরত চলে আসতে পারে। অগস্ট মাস থেকেই এই নতুন নিয়ম অনুসরণ না করলে, অধিকাংশ ব্যাঙ্কই আর চেক গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। চেকের এই নতুন নিয়ম সম্পর্কে কি জানেন?

দেশের অধিকাংশ ব্যাঙ্কের তরফেই জানানো হয়েছে, ১ অগস্ট থেকে পজেটিভ পে সিস্টেম অনুসরণ করা হবে ৫ লক্ষ বা তার বেশি টাকার চেক গ্রহণের জন্য। যদি কোনও গ্রাহক পজেটিভ পে কনফার্মেশন জানাতে ব্যর্থ হন, তবে তার চেক গ্রহণ করা হবে না।

ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকেই এই পজেটিভ পে সিস্টেম বা পিপিএস চালু হয়েছে যেকোনও ধরনের চেক গ্রহণের জন্য। যদিও অনেক ব্যাঙ্কই সেই সময় এই নতুন নিয়ম গ্রহণ করেনি। তবে চলতি বছরের ১ অগস্ট থেকে এই নিয়ম কঠোরভাবে চালু করা হচ্ছে বলেই জানানো হয়েছে।

পজেটিভ পে সিস্টেম কী?

পজেটিভ পে সিস্টেম হল চেক পাস করানোর একটি ব্যবস্থা যেখানে যেই ব্য়াঙ্কের চেক কাটা বা জমা দেওয়া হচ্ছে, তাদের গ্রাহকের চেক পাস করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতে হবে। যে গ্রাহক হাই ভ্যালু চেক অর্থাৎ ৫ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের চেক লেনদেন করেন, তাকে সংশ্লিষ্ট ব্যাঙ্কে কোন তারিখে চেকবুক ইস্যু হয়েছে, উপভোক্তার নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানাতে হবে। এই কাজটি ইমেইল, অনলাইন ব্যাঙ্কিং বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাপ থেকে করা যাবে।

পজেটিভ পে সিস্টেম চালু করার অন্যতম কারণ হল বড় অঙ্কের চেক পাস করার আগে যাবতীয় তথ্য যাচাই করে নেওয়া। এর জন্য় চেকবুকের গ্রাহককে চেক সংক্রান্ত বিভিন্ন তথ্য ইমেইল, এসএমএস বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জানাতে হবে। ব্যাঙ্কের তরফে সেই তথ্য যাচাই করার পরই চেক পাস করার অনুমতি দেওয়া হবে।