ব্যাঙ্ক জালিয়াতির অধিকাংশটাই বেশিরভাগ সময় ঘটে থাকে হয় অনলাইনে, নয়তো চেকে সই নকল করার মাধ্যমে। সেই কথা মাথায় রেখেই চেকে লেনদেনের ক্ষেত্রে আরও কড়া হতে বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে। পাশাপাশি চেকের ব্যবহার যাতে ন্যূনতম করা যায়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। যদিও এমনটা নয় যে লিখিতভাবেই সেই অনুমতি সংগ্রহ করতে হবে। এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের রাজ্য শাখার সভাপতি শুভজ্যোতি চট্টোপাধ্যায়।