ATM Fraud: এটিএমে টাকা তুলতে গেলে এই বিষয়গুলি মাথায় রাখুন, ভুল করলেই পা দিতে পারেন ‘স্কিমিং’-এ

Skimming: স্কিমিং হল এমন একটি পদ্ধতি, যেখানে এটিএম কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থেকে গ্রাহকের ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয়। অপরাধীরা এটিএম কার্ডের পিছনে থাকা ম্যাগনেটিক স্ট্রিপ থেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য চুরি করে নেয়।

ATM Fraud: এটিএমে টাকা তুলতে গেলে এই বিষয়গুলি মাথায় রাখুন, ভুল করলেই পা দিতে পারেন 'স্কিমিং'-এ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: অনলাইন লেনদেনের যুগেও বিভিন্ন সময় প্রয়োজন পড়ে নগদ টাকার। সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলা ছাড়া আর কোনও উপায় থাকে না। বর্তমানে এটিএম কার্ড ছাড়াও এক নিমেষেই টাকা তোলা যায় এটিএম থেকে। তবে এটিএম থেকে টাকা তোলার যেমন বিভিন্ন সুবিধা রয়েছে, তেমনই আবার সতর্কও থাকতে হয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এটিএম প্রতারণার ঘটনাও ক্রমশ বেড়ে চলেছে। এটিএম থেকে টাকা তোলার সময় অত্যন্ত সতর্ক থাকা উচিত, গ্রাহকদের সামান্য অসতর্কতায় বা ছোট্ট একটি ভুলে এক নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে গোটা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট। এটিএম প্রতারণার অন্যতম একটি মাধ্যম হল স্কিমিং। কী এই পদ্ধতি, কীভাবে প্রতারকরা স্কিমিং-র মাধ্যমে টাকা চুরি করে নেয়, তা জেনে নিন বিস্তারিতভাবে।

স্কিমিং কী?     

স্কিমিং হল এমন একটি পদ্ধতি, যেখানে এটিএম কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থেকে গ্রাহকের ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয়। অপরাধীরা এটিএম কার্ডের পিছনে থাকা ম্যাগনেটিক স্ট্রিপ থেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য চুরি করে নেয়। এই ধরনের প্রতারণার জন্য অপরাধী বা প্রতারকরা এটিএম বা মার্চেন্ট পেমেন্ট টার্মিনালে একটি ছোট্ট যন্ত্র বসিয়ে দেয়। ওই যন্ত্রই কার্ডের সমস্ত তথ্য স্ক্যান করে নেয় এবং তা সংগ্রহ করে রাখে। এটিএমের কার্ড স্লটের পাশেই নম্বরের যে অংশ থাকে, সেখানে ছোট একটি ক্যামেরা বসানো থাকে। শুধুমাত্র এটিএম নয়, রেস্তোরাঁ, দোকান, শপিং মলেও এই স্কিমিং প্রতারণা হতে পারে।

প্রতারণা এড়াতে কী কী করবেন?

  • এটিএম থেকে টাকা তোলার সময় মেশিনের একদম সামনে দাঁড়াবেন এবং পিন বসানোর সময়ে অবশ্যই কি-প্যাড ঢেকে রাখবেন।
  • যদি এটিএমে অস্বাভাবিক বা সন্দেহভাজন কিছু দেখেন, যেমন ধরুন এটিএমে কোনও সমস্যা বা কি-প্যাড সঠিকভাবে লাগানো না থাকে, তবে ভুল করেও টাকা তুলবেন না এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে খবর দিন।
  • যদি এটিএমের কার্ড স্লটে বা কি-প্য়াডে কিছু আটকে রয়েছে বলে মনে হয়, তবে ওই এটিএম মেশিন ব্যবহার করবেন না।
  • যদি সন্দেহজনক কিছু চোখেও পড়ে, তবু নিজে থেকে তা বের করার চেষ্টা করবেন না।. বরং এটিএমের নিরাপত্তারক্ষীর সাহায্য নিন। যদি নিরাপত্তারক্ষী না থাকে, সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করুন।
  • যদি এটিএমে কেউ আপনার সাহায্য চায় বা সাহায্য করতে চায়, তবে সতর্ক থাকুন। প্রতারকরা গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার জন্য অনেক সময় এই চেষ্টা করে থাকে।
  • নিজের এটিএম পিন কাউকে বলবেন না।