Government Employees: সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, নির্দেশ না মানলেই খোয়াবেন চাকরি

Government Employees: সম্প্রতিই সরকারের তরফে একটি এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনর উত্তর দেওয়া হয়েছে। সেখানে সরকারি কর্মীরা একসঙ্গে কতদিন ছুটি নিতে পারেন, তা জানানো হয়েছে।

Government Employees: সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, নির্দেশ না মানলেই খোয়াবেন চাকরি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 8:00 AM

নয়া দিল্লি: সরকারি চাকরির চাহিদা প্রথম থেকেই বেশি। এর কারণ কিন্তু শুধু চাকরির নিশ্চয়তা বা একাধিক সরকারি পরিষেবাই নয়। একইসঙ্গে বেসরকারি কর্মীদের তুলনায় অনেক বেশি ছুটি পান সরকারি কর্মীরা। বিভিন্ন উৎসব থেকে শুরু করে পাবলিক হলিডে- সবকিছুতেই ছুটি পান সরকারি কর্মীরা। এছাড়াও কর্মজীবনে প্রত্যেক বছরই ক্যাজুয়াল লিভ, সিক লিভ, এনক্যাশমেন্ট লিভের মতো নানা ছুটি পান। কিন্ত বছরে কত ছুটি নিয়ে পারেন সরকারি কর্মীরা, এবার সেই তথ্যই স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার।

সম্প্রতিই সরকারের তরফে একটি এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনর উত্তর দেওয়া হয়েছে। সেখানে সরকারি কর্মীরা একসঙ্গে কতদিন ছুটি নিতে পারেন, তা জানানো হয়েছে। সরকারের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, সরকারি কর্মীদের একাধিক ছুটি থাকে, এগুলি হল এনটাইটেলড লিভ, ট্রাভেল লিভ, সিক লিভ, এনক্যাশমেন্ট লিভ, মেটারনিটি ও প্যাটারনিটি লিভ রয়েছে।

কেন্দ্রের তথ্যে জানানো হয়েছে, যদি কোনও কর্মী একটানা পাঁচ বছরের বেশি সময় ধরে ছুটিতে থাকেন, তবে তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা তিনি ইস্তফা দিয়েছেন বলেই গণ্য করা হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেউ ছুটি না নেন, তবে সেই ছুটিকে লিভ এনক্যাশমেন্টও করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কিছউ নিয়ম মেনে চলতে হয়। এছাড়া কেউ চাইলে সন্তানের পড়াশোনা বা দেখভালের জন্যও ছুটি নিতে পারেন। সেক্ষেত্রেও ছুটির নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে। ‘স্টাডি লিভ’-র জন্য একজ সরকারি কর্মী তাঁর কর্মকালে মোট ২৪ মাস ছুটি নিতে পারেন। যদি কেউ স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন, তবে ৩৬ মাস অবধি ছুটি নিতে পারেন।