Dollar Vs INR: ‘আশিতে আসিও না’! আর কত পড়বে টাকার দাম? ফের রেকর্ড পতন

Dollar Vs INR: মার্কিন মুদ্রাস্ফীতির ধাক্কায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) আরও একবার রেকর্ড পতন ঘটল ভারতীয় মুদ্রার। ডলার প্রতি টাকার দাম ৮০ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ডলারের দাম ৮০ টাকা হয়ে গেলে, ভারতীয় মুদ্রার দামের আরও দ্রুত পতন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dollar Vs INR: 'আশিতে আসিও না'! আর কত পড়বে টাকার দাম? ফের রেকর্ড পতন
১ ডলার = ৮০ টাকা হতে আর বেশি দেরি নেই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 3:57 PM

নয়া দিল্লি:  মার্কিন মুদ্রাস্ফীতির ধাক্কায়, বৃহস্পতিবার আরও একবার রেকর্ড পতন ঘটল ভারতীয় মুদ্রার। এই নিয়ে টানা চতুর্থ দিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম সর্বনিম্ন হওয়ার রেকর্ড হল। এদিন, ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম নেমে এসেছে ৭৯.৭৪-এ। ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আর একবার পর ডলার প্রতি টাকার দাম ৮০ হয়ে গেলে যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে, তার ফলে ভারতীয় মুদ্রার দামের আরও দ্রুত পতন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

বুধবার মার্কিন শ্রম বিভাগ জানিয়েছে, সেই দেশে জুন মাসে ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটেছে। ১৯৮১ সালের পর মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতির এই ভয়ঙ্কর চেহারা আর দেখা যায়নি। গত মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৬ শতাংশ। অর্থনীতিবিদরা মনে করেছিলেন, জুন মাসে তা বেড়ে খুব বেশি হলে ৮.৮ শতাংশ হতে পারে। কিন্তু, তাঁদের সেই প্রত্যাশাও ছাপিয়ে গিয়েছে। আর এই বিস্ময়কর মার্কিন মুদ্রাস্ফীতির পর, এশিয় দেশগুলির মুদ্রাগুলির দাম পড়বে।

অথচ, বছরের মাঝামাঝি এসে ভারতীয় মুদ্রার যে এই অবস্থা হবে, তা বছরের শুরুতে কেউই আন্দাজ করতে পারেননি। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ৭৪ টাকা দাম দিয়ে বছর শুরু করেছিল। সেখান থেকে খুব বেশি পতনের আশঙ্কা ছিল না। কিন্তু, ইউক্রেনে রুশ হামলা হতেই টাকার দামেরও পতন শুরু হয়েছিল। গত মার্চ মাসে প্রথমবার ভারতীয় মুদ্রার দাম ডলার প্রতি ৭৭ টাকায় নেমে এসেছিল। যা তার আগে পর্যন্ত ছিল অকল্পনীয়।

বস্তুত, গত ফেব্রুয়ারি মাসের শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারতীয় মুদ্রা ২৬ বার ডলারের বিপরীতে সবথেকে কম মূল্য পাওয়ার রেকর্ড করেছে। চলতি মাসেই ৫ বার ভারতীয় মুদ্রার দাম সর্বনিম্ন হওয়ার সর্বকালীন রেকর্ড হয়েছে। নামতে নামতে ডলারের বিপরীতে টাকার দাম এখন দাঁড়িয়েছে প্রায় ৮০-তে। অথচ, মাত্র দুই দিন আগেও, মনে করা হচ্ছিল, শেষ পর্যন্ত ৮০-র মাইলফলক পার করাটা ঠেকানো যাবে। কিন্তু, বৃহস্পতিবারের পর আর সেই আশাটুকুও নেই। অর্থনীতিবিদদের মতে, ১ ডলার = ৮০ টাকা হওয়ার জন্য সময় গোনা শুরু করে দেওয়া যেতে পারে।

তবে, এখানেই আশঙ্কার কালো মেঘ দেখছেন তাঁরা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, টাকা ডলার প্রতি ৮০-র স্তরে প্রবেশ করলে, তার পতনের বেগ আরও তীব্র হতে পারে। কারণ, এই মাইলফলকগুলি মনস্তাত্ত্বিক স্তরে একটা প্রভাব ফেলে। যেমনটা দেখা গিয়েছে গত মার্চ মাসের পর থেকে। ১ ডলার = ৭৭ টাকা হওয়ার পর, ৭৮, ৭৯ পার করতে বেশি সময় লাগেনি। ডলার প্রতি ৮০ টাকা মূল্য হওয়ার দিকে দ্রুত বেগে দৌড় লাগিয়েছে ভারতীয় মুদ্রা। ব্লুমবার্গের মতে, আগামী ছয় মাসে মার্কিন ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৮২ টাকায় নেমে যাওয়ার ৬৪ শতাংশ সম্ভাবনা রয়েছে।