EPFO: কিছুটা স্বস্তি! মূল্যবৃদ্ধির বাজারে সামান্য বাড়ল EPF-এর সুদের হার

গত বছরের তুলনায় এবার ইপিএফ-এর সুদের হার ০.৫ শতাংশ বাড়ল।

EPFO: কিছুটা স্বস্তি! মূল্যবৃদ্ধির বাজারে সামান্য বাড়ল EPF-এর সুদের হার
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 12:32 PM

নয়া দিল্লি: বেতনভুক কর্মচারীদের ভবিষ্যতের অন্যতম তহবিল হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সেই দিক বিবেচনা করে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এবার EPF-এর সুদের হার কিছুটা বাড়াল EPFO। চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩-এ EPF-এর সুদের হার ৮.১৫ শতাংশ অনুমোদন করেছে। যা গত অর্থবর্ষের তুলনায় কিছুটা বেশি। মঙ্গলবার এক বৈঠকের পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে অর্থাৎ করোনা কালে EPF-এর সুদের হার অনেকটাই হ্রাস করা হয়েছিল। ২০২০-২১ অর্থবর্ষে EPF-এর সুদের হার ছিল ৮.৫ শতাংশ। গত বছর সেটি হ্রাস করে ৮.১ শতাংশে নামিয়ে আনা হয়। যা চার দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। এবার সেই হার ০.৫ শতাংশ বৃদ্ধি করা হল।

জানা গিয়েছে, সোমবার থেকে দিল্লিতে দু-দিন ব্যাপী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির (CBT) অ্যাপেক্স কমিটির বৈঠক শুরু হয়। সেই বৈঠকে EPF-এর সুদের নতুন হার নির্ধারণ হবে বলে আগেই মনে করা হয়েছিল। সেই মতো এদিন, শেষ দিনের বৈঠকে EPF-এর সুদের হার ৮.১৫ শতাংশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে। এবার CBT-র এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই EPFO-র তরফে গ্রাহকদের নতুন হারে সুদ দেওয়া হবে।

প্রসঙ্গত, EPFO-র প্রায় ৫ কোটি গ্রাহক রয়েছে। গত বছর EPF-এর সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করা হলে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। কেননা চার দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার ছিল সেটি। এর আগে ১৯৭৭-৭৮ সালে EPF-এর সুদের হার ছিল ৮ শতাংশ। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ৮.১ শতাংশ সুদের হার খুবই কম বলে সরব হন গ্রাহকেরা। বিশেষত, যখন ২০১৬-১৭ অর্থবর্ষে ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছিল। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই হার কমিয়ে ৮.৫৫ শতাংশ করা হয়। তারপর সেই হার কমিয়ে একেবারে ৮.১ শতাংশ হলে ক্ষুব্ধ হন গ্রাহকেরা। তার প্রেক্ষিতেই এবার EPF-এর সুদের হার কিছুটা বাড়ানো হল মনে করছে ওয়াকিবহাল মহল।