তৃতীয় সপ্তাহেও টান বিদেশী মুদ্রা ভাণ্ডারে
আরবিআইয়ের শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান মোতাবেক ১৭ সেপ্টেম্বর সপ্তাহের শেষ দিন বিদেশি মুদ্রা ভান্ডারের এই হ্রাস প্রধানত বিদশী মুদ্রার অস্তিত্ব (FCA)কম হওয়ার কারণে হয়েছে, যা বিদেশী মুদ্রা ভান্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
কলকাতা: দেশের বিদেশী মুদ্রা ভান্ডার গত ২৪ সেপ্টেম্বর শেষ সপ্তাহে ৯৯.৭ কোটি ডলার কমে ৬৩৬.৬৪৬ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত শুক্রবার নিজেদের সাম্প্রতিক পরিসংখ্যানের ব্যাপারে জানিয়েছে। এর আগের সপ্তাহে ১৭ সেপ্টেম্বর বিদেশী মুদ্রা ভান্ডার ১.৪৭ বিলিয়ন ডলার কমে হয়েছিল ৬৩৯.৬৪২ বিলিয়ন ডলার। তার আগে ৩ সেপ্টেম্বর ২০২১ এ বিদেশী মুদ্রা ভান্ডার ৮.৮৯৫ বিলিয়ন ডলার বেড়ে ৬৪২.৪৫৩ বিলিয়ন ডলারের শীর্ষস্তরে পৌঁছে গিয়েছিল।
আরবিআইয়ের শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান মোতাবেক ১৭ সেপ্টেম্বর সপ্তাহের শেষ দিন বিদেশি মুদ্রা ভান্ডারের এই হ্রাস প্রধানত বিদশী মুদ্রার অস্তিত্ব (FCA)কম হওয়ার কারণে হয়েছে, যা বিদেশী মুদ্রা ভান্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আলোচ্য সপ্তাহে ভারতের এফসিএ ১.২৫৫ বিলিয়ন ডলার কম হয়ে ৫৭৬.৭৩১ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। বিদেশী মুদ্রা ভান্ডার হ্রাসে ভান্ডারে রাখা ইউরো, পাউন্ড আর ইয়েনের মতো বিদেশী মুদ্রার মূল্য কম বেশি হওয়ার প্রভাবও শামিল রয়েছে।
গোল্ড রিজার্ভ বাড়ল
এছাড়াও সমীক্ষাধীন সপ্তাহে গোল্ড রিজার্ভ ভান্ডার ৩২.৭ কোটি ডলার বেড়ে ৩৭.৪৩ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। আইএমএফ (IMF)-এ দেশের বিশেষ আহরণ অধিকার বা এসডিআর ৫.৫ কোটি কমে ১৯.৩৭৯ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। আইএমএফে দেশের আরক্ষিত বিদেশী মুদ্রা ভান্ডারও ১.৩ কোটি ডলার কমে ৫.১০৬ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে।
গত চার সপ্তাহ লাগাতার বৃদ্ধি পাওয়ার পর এই সপ্তাহে শেয়ার বাজার নিচের দিকে ছিল। সাপ্তাহিক হিসেবে সেনসেক্স ০.৪২ শতাংশ নেমে গিয়েছে। এই সপ্তাহে সেনসেক্স ৫৮৭৬৫ আর নিফটি ১৭৫৩২ এর স্তরে বন্ধ হয়েছে। সপ্তাহের প্রথম দিন শুধু বাজার উপরের দিকে উঠে বন্ধ হয়েছিল।
আরও পড়ুন: Gold Price Today: ৫৫৫ টাকা বাড়ল সোনা, প্রায় ১০০০ টাকা বাড়ল রুপোও, জানুন সোনা রুপোর দর