Gautam Adani: অপমানের বদলা? আমেরিকার ৪৬৯১২১৯৩৬০৪ টাকার ঋণ ফেরাল আদানি

Adani Port: শ্রীলঙ্কায় কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রজেক্টের কাজ করছে গৌতম আদানির সংস্থা। এই প্রকল্পের জন্য আমেরিকা ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের কাছ থেকে ৫৫৩ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার কথা ছিল।

Gautam Adani: অপমানের বদলা? আমেরিকার ৪৬৯১২১৯৩৬০৪ টাকার ঋণ ফেরাল আদানি
গৌতম আদানি।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 12, 2024 | 2:06 PM

মুম্বই: আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আমেরিকায়। ২০০০ কোটি টাকার ঘুষকাণ্ড সামনে আসতেই হইচই পড়ে যায়। ব্যাপক ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। যদিও পরে ওই অভিযোগ অসত্য বলেই দাবি করে আদানি সংস্থা। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এবার সেই অপমানের বদলা। বড় ঘোষণা করল আদানি গ্রুপ। জানিয়ে দিল, তারা আমেরিকার কাছ থেকে ঋণ নেবে না। শ্রীলঙ্কায় টার্মিনাল প্রকল্পের জন্য ৫৫৩ মিলিয়ন ডলার খরচ পুরোটাই তারা নিজেরা বহন করবে।

শ্রীলঙ্কায় কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রজেক্টের কাজ করছে গৌতম আদানির সংস্থা। এই প্রকল্পের জন্য আমেরিকা ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের কাছ থেকে ৫৫৩ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার কথা ছিল।

সম্প্রতি ঘুষকাণ্ডের অভিযোগের পরই আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জ়োন লিমিটেডের তরফে জানানো হয় যে মার্কিন সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া হবে না। ঋণের জন্য যে আবেদন করা হয়েছিল ২০২৩ সালে, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আদানি সংস্থা নিজেই এই খরচের যোগান দেবে। সংস্থার সামগ্রিক ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

বন্দর শিল্পেও আদানি গ্রুপ আন্তর্জাতিক স্তরে পা রেখেছে। কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রজেক্ট অন্যতম।  আগামী বছরের শুরু থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে।