Gold and Diamond purchase offer: ধনতেরাসে সোনা ও হীরের গয়না কেনাকাটায় বিশেষ অফার, দেখুন বিস্তারিত
Dhanteras 2023: ধনতেরাসে কেনাকাটা করলে সংসারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষত, সোনা, রুপো ও হীরের গয়না কিনলে সংসারেও সমৃদ্ধি উপচে পড়ে। তাই ধনতেরাসের মরশুমে গয়না ব্যবসায়ীরাও সোনা বা হীরের গয়না কেনাকাটার উপর বিশেষ অফার দেয়। এবছরও দেশের প্রখ্যাত কতকগুলি গয়নার দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ড সোনা বা হীরে কেনাকাটার উপর বিশেষ অফার দিচ্ছে।
কলকাতা: রাত পোহালেই ধনতেরাস। আর ধনতেরাস (Dhanteras) মানেই কেনাকাটার উৎসব। বিশ্বাস, ধবতেরাস হল ধনদেবী লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের পুজো। তাই ধনতেরাসে কেনাকাটা করলে সংসারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষত, সোনা, রুপো ও হীরের গয়না কিনলে সংসারেও সমৃদ্ধি উপচে পড়ে। তাই ধনতেরাসের মরশুমে গয়না ব্যবসায়ীরাও সোনা বা হীরের গয়না কেনাকাটার উপর বিশেষ অফার দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দেশের প্রখ্যাত কতকগুলি গয়নার দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ড সোনা (Gold) বা হীরের (Diamond) গয়নার কেনাকাটার উপর বিশেষ অফার দিচ্ছে। কোন দোকানে কী অফার দেখে নেওয়া যাক একনজরে…
জয়ালুক্কাস- হীরের বিখ্যাত ব্র্যান্ড জয়ালুক্কাস ধবতেরাসের মরশুমে হীরের গয়না কেনাকাটার উপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছে।
ক্যানডেরে বাই কল্যাণ জুয়েলার্স- গয়না কেনাকাটার অন্যতম নাম হল, ক্যানডেরে বাই কল্যাণ জুয়েলার্স। এই সংস্থা ধনতেরাসে হীরের পাথর কেনাকাটর উপর ফ্ল্যাট ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া সমস্ত বড় ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার ক্ষেত্রে ৩ শতাংশ ছাড় দিচ্ছে।
মেলোররা- সোনা ও হীরের গয়নার অনলাইন কেনাকাটার অন্যতম ব্র্যান্ড হল, মেলোররা। সোনার গয়নার তৈরিতে মেলোররা ২৫ শতাংশ পর্যন্ত এবং হীরের গয়নায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া ICICI ব্যাঙ্ক, RBL ব্যাঙ্ক, Yes ব্যাঙ্ক এবং OneCard দিয়ে কেনাকাটায় ৭.৫ শতাংশ ছাড় দিচ্ছে।
তনিষ্ক- সোনা ও হীরের গয়নার কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তনিষ্ক। এছাড়া পুরানো সোনার গয়নার বিনিময়ে অন্য যে কোনও গয়না কেনার ক্ষেত্রে ১০০ শতাংশ বিনিময় মূল্য দিচ্ছে। আবার এসবিআই কার্ডের সদস্যরা ন্যূনতম ৮০ হাজার টাকার কেনাকাটায় ৪ হাজার টাকা ছাড় পাবেন। তবে একটি কার্ডে একবারের জন্য এই অফার প্রযোজ্য এবং আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই অফার চলবে।
ক্যারেট লেন- হীরের গয়নার বিখ্যাত সংস্থা ক্যারেট লেন ৪ হাজার বা তার বেশি টাকার হীরের গয়নার কেনাকাটায় ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া এসবিআই কার্ড হোল্ডাররা ৫ শতাংশ ছাড় পাবেন এবং আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই অফার চলবে।