Gold Price Today: সপ্তাহের প্রথম দিনেই দাম কমল সোনা-রুপোর, গত দু’ সপ্তাহে সর্বনিম্ন দরে বিকোচ্ছে হলুদ ধাতু

Gold and Silver Price Today: সপ্তাহের প্রথম দিনেই দাম কমল সোনা-রুপোর। আজ শহরে গত দু' সপ্তাহের সর্বনিম্ন হয়েছে সোনার দর। আজ ১ কেজি রুপোরও দাম কমেছে ৫০০ টাকা।

Gold Price Today: সপ্তাহের প্রথম দিনেই দাম কমল সোনা-রুপোর, গত দু' সপ্তাহে সর্বনিম্ন দরে বিকোচ্ছে হলুদ ধাতু
প্রতীকী ছবি Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 10:53 AM

কলকাতা: অক্ষয় তৃতীয়ার পরই ভাগ্য ফিরল সোনার গয়না ক্রেতাদের। পাশাপাশি বিক্রেতাদের মুখেও ফুটল হাসি। দাম কমল সোনার (Gold Price Today)। এবার দোকানেও ক্রেতাদের আনাগোনা দেখা যাবে। বিয়ের মরসুমে সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম কমায় খুশি সকলেই। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৭০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৮০ টাকা। সোনার পাশাপাশি দাম কমল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ৫০০ টাকা।

সোমবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৫২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৭১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৫৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৭১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৭,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

দু’দিন ধরেই অক্ষয় তৃতীয়ায় পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এই আবহে আজ দাম কমল সোনার। আজ গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। কম রয়েছে রুপোর দরও। সস্তা হয়েছে রুপোও।

আজ বিশ্ব বাজারে দাম কমল স্পট গোল্ডের। এর ফলে দেশীয় বাজারেও কমেছে সোনার দাম। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৭৮.২০ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫৯৭.৯০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৩.৬০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.২৫ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*