Gold Price Today : মঙ্গলে বড় ফারাক সোনার দামে, কমল রুপোর দামও, হলুদ ধাতু কিনতে আজ পকেট থেকে খসবে কত?

Gold Price Today : মঙ্গলবার দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ১৫০ টাকা।

Gold Price Today : মঙ্গলে বড় ফারাক সোনার দামে, কমল রুপোর দামও, হলুদ ধাতু কিনতে আজ পকেট থেকে খসবে কত?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 11:40 AM

কলকাতা : মঙ্গলবার দাম পড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৫৬ টাকা। গত দু’দিন সোনার দাম অপরিবর্তিত থাকার পর দাম কমল সোনার। এদিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৭০০ টাকা।

মঙ্গলবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০৫.৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮৪৩.২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০৫৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,৫৪০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জুলাইয়ের প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানোর পরই দাম দেশীয় বাজারে দাম বেড়েছিল সোনার। তবে সেই আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব সোনার বাজারে বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কয়েকদিন ধরে সোনার দামে সেই প্রতিফলনই দেখা গিয়েছে। গতকাল সোনার দামে কোনও পরিবর্তন দেখা না গেলেও মঙ্গলবার কমল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৮০০ টাকা। গতকালের থেকে ১৫০ টাকা কম। এদিন কমেছে রুপোর দামও।

বিশ্ব বাজারে বেশ কয়েকদিন ধরেই সোনার দামে পতন দেখা গিয়েছে। মঙ্গলবারও তা বজায় রয়েছে। সোমবার এক আউন্স সোনার দাম ছিল ১,৭৪২ মার্কিন ডলার। এদিন তা আরও কমে হয়েছে ১,৭৩৩.৫৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল টাইটান কোম্পানির শেয়ারের দাম। গতকালও দাম বেড়েছিল এই কোম্পানির শেয়ারের। তবে এদিন বাজার খুলতেই দাম পড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই শেয়ারের দাম হয়েছে ২,১২৬.৩০ টাকা। তবে বেড়েছে কল্যাণ জুয়েলার ও পিসি জুয়েলারের শেয়ারের দাম। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬৪.৩৫ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৩৬.৮০ টাকা।