Gold Price Today: সর্বোচ্চ স্তর থেকে প্রায় ১০ হাজার টাকা সস্তা সোনা, কমল রুপোও, জেনে নিন আজকের বাজারদর
২০২০ সালের কথা বলা হলে গত বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত এমসিএক্স (MCX)-এ সোনার দাম ৫৬,২০০ টাকার সর্বচ্চো স্তরে ছিল। অন্যদিকে আজ আগস্ট মাসের সোনা কমোডিটি বাজারে প্রতি ১০ গ্রাম ৪৬,৪৯৭ টাকার স্তরে রয়েছে অর্থাৎ সোনা এখনও ৯,৭০০ টাকা সস্তা পাওয়া যাচ্ছে।
কলকাতা: ক্রমাগত নীচের দিকে নামছে সোনা রুপোর দাম। এই অবস্থায় যদি বিনিয়োগকারীরা সোনা কেনাবেচার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সুবর্ণ সুযোগ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.০৫ শতাংশ কমেছে। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজিতে ০.১৯ শতাংশ কমেছে। ডিসেম্বর মাসের সোনার দাম আজ প্রতি দশ গ্রাম ৪৬,৪৯৭ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আজ রুপোর দাম প্রতি কেজি ৫৯,৫০৪ টাকা।
কলকাতার সোনা-রুপোর দর
শুক্রবার কলকাতায় সোনার দাম সামান্য বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৪,৫৮৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ২৪০ টাকা বেড়ে ৩৬,৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম ৩০০ টাকা এবং ৩০০০ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে ৪৫,৮৫০ টাকা এবং ৪,৫৮,৫০০ টাকা। এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮৫৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৮৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৫৫০ টাকা এব ৪,৮৫,৫০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
শুক্রবার সোনার দাম শেয়ার বাজারে সামান্য কমেছে। এদিন কমোডিটির (MCX) বাজারে অক্টোবর মাসের সোনার দাম -০.১৩ শতাংশ অর্থাৎ ৫৮ টাকা কমে হয়েছে ৪৬,২৬৫.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন ০.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৯,৭৭২ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
সোনা-রুপোর দাম শুক্রবার সামান্য কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম -০.৩০ শতাংশ কমে হয়েছে ২,১৫৩.৩৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.০৫ শতাংশ কমে হয়েছে ৫৮৬.২৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -০.১৮ শতাংশ কমে হয়েছে ৬৯৭.৯৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৩.১৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৮৭ শতাংশ কমে হয়েছে ৯২৬.১০ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ববাজারে শুক্রবার সোনার দাম সামান্য বেড়েছে। পাশাপাশি রুপোর দামও এদিন পরশু দিনের তুলনায় অনেকটাই বাড়তে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.০৪ শতাংশ অর্থাৎ ০.৮৫ সেন্ট বেড়ে হয়েছে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৫৩.৯৫ টাকা। অন্যদিকে রুপোর দামও ০.৫২ শতাংশ অর্থাৎ ০.১১ সেন্ট বেড়ে হয়েছে ২২.২০ ডলার প্রতি আউন্স।
সোনার মিউচুয়াল ফান্ড
বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ডের দাম বাড়তে দেখা গিয়েছে।। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম -০.৭৫ শতাংশ বেড়ে হয়েছে ৪০.১৩ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,১৯০.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ১.১১ শতাংশ বেড়ে হয়েছে ৩০.২১ টাকা হয়েছে। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ১.৩২ শতাংশ এবং ০.০০ শতাংশ বেড়ে হয়েছে ৪১.৩৪ টাকা ও ৪০.৭৯ টাকা।
রেকর্ড পাই থেকে ৯,৭০০ টাকা সস্তা সোনা
২০২০ সালের কথা বলা হলে গত বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত এমসিএক্স (MCX)-এ সোনার দাম ৫৬,২০০ টাকার সর্বচ্চো স্তরে ছিল। অন্যদিকে আজ আগস্ট মাসের সোনা কমোডিটি বাজারে প্রতি ১০ গ্রাম ৪৬,৪৯৭ টাকার স্তরে রয়েছে অর্থাৎ সোনা এখনও ৯,৭০০ টাকা সস্তা পাওয়া যাচ্ছে।