Gold Price Today : বৃহস্পতিবারে সদয় মা লক্ষ্মী, সোনার দামে ‘ছোট্ট লাফ’, কমল রুপোর দাম

Gold Price Today : বৃহস্পতিবারে কমল রুপোর দাম। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০ টাকা।

Gold Price Today : বৃহস্পতিবারে সদয় মা লক্ষ্মী, সোনার দামে 'ছোট্ট লাফ', কমল রুপোর দাম
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 5:44 PM

কলকাতা : গত দু’দিন ধরে নিম্নমুখী ছিল সোনার দাম। তবে বৃহস্পতিবার বাজার খুলতেই ফের বাড়ল হলুদ ধাতুর দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৯০ টাকা। সোনার দাম বাড়লেও এদিন কমল রুপোর দাম। এদিন এক কেজি রুপোর বাটের দাম কমল ৩০০ টাকা।

বৃহস্পতিবার বিকেল ৪ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৯ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৯২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৯০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৯০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত দু’দিন দাম কমেছিল সোনার। স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্তরা। তবে বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৭,৬৫০ টাকা। এদিকে দাম কমেছে রুপোর। এদিন এক কেজি রুপোর দাম হয়েছে ৬০,২০০ টাকা।

এদিন বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৩৮.৮৫ মার্কিন ডলার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮২৭.৫৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার সামান্য বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,০৪৫ টাকা। এদিন কল্যাণ