Grocery Shop: উৎসবের মরসুমে ভাল খবর, কিসের দাম কমছে?
Grocery Shop: বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে, তাতে সাধারণ মানুষ এই উৎসবের আবহে দুশ্চিন্তায় রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এই বছর কিছুটা স্বস্তির খবর এনেছে বলেই জানা যাচ্ছে।
নয়া দিল্লি: অক্টোবর মানেই উৎসবের মাস। নভেম্বর পর্যন্ত চলবে উৎসবের মরসুম। নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা, কালী পূজা, দীপাবলি- একের পর এক উৎসবে মেতে উঠবে ভারতবাসী। তবে আনন্দের পাশাপাশি খরচও বাড়ে এই সময়ে। এবছর বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে, তাতে সাধারণ মানুষ এবার দুশ্চিন্তায়। তবে কেন্দ্রীয় সরকার এই বছর কিছুটা স্বস্তির খবর এনেছে বলেই জানা যাচ্ছে।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে এবার নাকি বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যোগান রাখা হচ্ছে যথেষ্ট, যাতে কোনও অসুবিধা না হয়, দাম না বাড়ে। বিভিন্ন পণ্যের ক্ষেত্রে রফতানি বন্ধ করে দিয়েও মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। ফলে আটা, ময়দা, চিনি, ডাল, তেলের দাম এবার বাড়বে না বলেই জানা গিয়েছে।
উৎসবের মরসুম মিষ্টি ছাড়া কেউ ভাবতেই পারে না। তাই এই সময় ময়দা, চিনি ও তেলের প্রয়োজন হয় প্রচুর পরিমানে। সেই সঙ্গে দুধের দামও নিয়ন্ত্রণে থাকবে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে দীপাবলি পর্যন্ত কেন্দ্রীয় সরকার নতুন করে চিনির জোগান বাড়াবে, ফলে দাম আপাতত বাড়বে না। তবে দাম কমবে না বলেও জানা গিয়েছে। এদিকে, গত বছর দুধের দাম যেভাবে বেড়ে গিয়েছিল, তাতে এবছরও চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। তবে সে ক্ষেত্রে দাম থাকবে আয়ত্তের মধ্যে।