Aadhar Card: আপনার Aadhar Card কি অপব্যবহার করা হচ্ছে? এই উপায়ে জেনে নিন

Aadhaar Card Authentication: সেই কারণে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও আধার অনেকটাই অপরিহার্য। আধার কার্ডে ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর থাকে, ব্যক্তি বিশেষে এই নম্বর আলাদা হয়,

Aadhar Card: আপনার Aadhar Card কি অপব্যবহার করা হচ্ছে? এই উপায়ে জেনে নিন
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2022 | 10:00 AM

কলকাতা: আধার কার্ড (Aadhar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পরিচয়পত্র হোক বা ঠিকানার প্রমাণ, সব কিছুর জন্যই আধার কার্ডের জুড়ি মেলা ভার। শুধু তাই নয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) খোলা থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পেতে আধার কার্ড বাধ্যতামূলক। মোবাইলের সিম কার্ড নিতে হলেও আধার কার্ড বাধ্যতামূলক। সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাকেও বাধ্যতামূলক করেছে। সেই কারণে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও আধার অনেকটাই অপরিহার্য। আধার কার্ডে ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর থাকে, ব্যক্তি বিশেষে এই নম্বর আলাদা হয়, এই কথা প্রায় সকলেরই জানা। আধার কার্ডে কোনও ভারতীয় নাগরিকের নাম, ঠিকানা সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে। কিন্তু অনেক সময়ই আধার কার্ডের অপব্যবহারের অভিযোগ ওঠে। ধরুন আপনি নিজের আধার কার্ড ব্যবহার করে মোবাইলের সিম তুলেছেন, কিন্তু আপনার দেওয়া আধারের তথ্য দিয়েই কোনও অসাধু ব্যক্তি আরও একটি মোবাইলের সিম ব্যবহার করছেন। এখন সে কোনও অপকর্মের সঙ্গে যুক্ত হলে, আপনাকেও সমস্যার মধ্যে পড়তে হবে। আধার অপব্যবহারের নানা সম্ভাবনা থাকে। কীভাবে জানবেন আপনার আধার নম্বরের অপব্যবহার হচ্ছে কি না? এই কয়েকটি উপায়ে সহজেই আপনি জানতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক…

আধার নিয়ামক সংস্থা UIDAI এর ওয়েবসাইট resident.uidai.gov.in/aadhaar-auth-history -এ গিয়ে আপনি সহজেই দেখে নিতে পারেন, যে কোথায় কোথায় আপনার আধার ব্যবহার করা হয়েছে। তবে এই পরিষেবার সুবিধা পেতে হলে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে। কীভাবে দেখবেন জেনে নিন…

  1. প্রথমেই Aadhaar authentication history page এ যেতে হবে।
  2. এবার আপনার আধার নম্বর দিন
  3. স্ক্রিনে দেখানো সিকিউরিটি কোড দিন
  4. এবার ‘Generate OTP’- তে ক্লিক করুন
  5. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে
  6. কোন সময়েই তথ্য চান, তা বেছে নিন।
  7. এবার OTP দিয়ে ‘Submit’ এ ক্লিক করুন। এবারই যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় আপনার আধার ব্যবহার করা হয়েছে।