EPFO Withdrawal: হঠাৎ টাকার দরকার? EPF অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা তুলবেন জেনে নিন…

EPFO Withdrawal: অবসরের আগে ইপিএফ অ্যাকাউন্টে হাত না দেওয়াই শ্রেয় বলে মনে করা হয়। তবে অনেক সময় জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই ফান্ড থেকে কিছু টাকা তোলা যায়। আপনারও যদি হঠাৎ কোনও আর্থিক সঙ্কট, শারীরিক অসুস্থতা বা অন্য কোনও প্রয়োজন পড়ে, তবে আপনি পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।   

EPFO Withdrawal: হঠাৎ টাকার দরকার? EPF অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা তুলবেন জেনে নিন...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 9:42 AM

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক সঞ্চয় অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের জন্য এই আর্থিক সঞ্চয়ের অন্যতম অপশন হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। বেসরকারি কর্মীরা যতদিন চাকরি করেন, তাদের বেতনের একটি অংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। সমান অঙ্ক জমা দেয় ওই ব্যক্তি যে সংস্থায় কর্মরত, সেই সংস্থাও। অবসরের আগে ইপিএফ অ্যাকাউন্টে হাত না দেওয়াই শ্রেয় বলে মনে করা হয়। তবে অনেক সময় জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই ফান্ড থেকে কিছু টাকা তোলা যায়। আপনারও যদি হঠাৎ কোনও আর্থিক সঙ্কট, শারীরিক অসুস্থতা বা অন্য কোনও প্রয়োজন পড়ে, তবে আপনি পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।

ইপিএফ উইথড্রল ফর্ম-

ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আপনাকে প্রথমে ইপিএফ উইথড্রল ফর্ম জমা দিতে হবে ইপিএফও অফিসে। এছাড়া অনলাইনেও ইপিএফ পোর্টালে গিয়ে টাকা তোলার জন্য আবেদন ফর্ম জমা দিতে পারেন।

কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন?

  • প্রথমেই ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এবার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • দ্বিতীয় ধাপে অনলাইন সার্ভিস ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপরে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ক্লেম (ফর্ম-৩১, ১৯, ১০সি ও ১০ডি) অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনি আংশিক টাকা তুলতে চান নাকি সম্পূর্ণ টাকা, তা সিলেক্ট করতে হবে।
  • এরপরে প্রসিড ফর অনলাইন ক্লেম অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সহ অন্যন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  • এবার সাবমিট অপশনে ক্লিক করুন।
  • সাবমিট হয়ে গেলে আপনার রেজিস্টার নম্বরে একটি ওটিপি আসবে।
  • ওই ওটিপি বসালে আপনার আবেদন ভেরিফায়েড হয়ে যাবে।
  • আবেদনের কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে।