Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অফিসের কাছে বাড়ি নিন, নইলে চাকরি ছাড়ুন; ম্যানেজারদের বার্তা IBM-এর

IBM: ব্লুমবার্গ জানিয়েছে, ১৬ জানুয়ারি এই বিজ্ঞপ্তি জারি করেছেন আইবিএম-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন গ্রেঞ্জার। বিশেষ করে ম্যানেজারদের বলা হয়েছে, বর্তমান তারা যেখানেই থাকুন না কেন, অবিলম্বে তাঁদের সপ্তাহে অন্তত তিন দিন আইবিএম-এর কোনও অফিসে বা ক্লায়েন্ট লোকেশনে রিপোর্ট করতে হবে। 'ব্যাজ-ইন ডেটা' ধরে ধরে অফিসে তাদের উপস্থিতির মূল্যায়ন করা হবে।

অফিসের কাছে বাড়ি নিন, নইলে চাকরি ছাড়ুন; ম্যানেজারদের বার্তা IBM-এর
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 9:38 PM

ওয়াশিংটন: অফিসের কাছাকাছি বাড়ি নিন, অথবা কোম্পানি ছেড়ে দিন। বিশ্বব্যাপী সংস্থার ম্যানেজারদের চরম বার্তা দিল ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন বা আইবিএম। যারা এখনও অফিসের বাইরে, বাড়ি থেকে কাজ করছেন, তাদের জন্যই সংস্থার পক্ষ থেকে এই বার্তা জারি করা হয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, ১৬ জানুয়ারি এই বিজ্ঞপ্তি জারি করেছেন আইবিএম-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন গ্রেঞ্জার। বিশেষ করে ম্যানেজারদের বলা হয়েছে, বর্তমান তারা যেখানেই থাকুন না কেন, অবিলম্বে তাঁদের সপ্তাহে অন্তত তিন দিন আইবিএম-এর কোনও অফিসে বা ক্লায়েন্ট লোকেশনে রিপোর্ট করতে হবে। ‘ব্যাজ-ইন ডেটা’ ধরে ধরে অফিসে তাদের উপস্থিতির মূল্যায়ন করা হবে। সেই তথ্য, সংস্থার মানব সম্পদ বিভাগের সঙ্গে ভাগ করা নেওয়া হবে।

তবে, অফিসের বাইরে থেকে কাজ করা কর্মীদের মধ্যে, পরিস্থিতি অনুসারে কয়েকজনকে ছাড় দেওয়া হবে। যাদের চিকিত্সাগত সমস্যা রয়েছে বা যারা সামরিক পরিষেবার সঙ্গে যুক্ত, শুধুমাত্র তাদেরকেই অফিসের বাইরে থেকে কাজ করার অনুমতি দেওয়া হবে। যাদের বাড়ি অফিস থেকে দূরে, তাদের আগামী অগস্টের মধ্যে আইবিএম অফিসের কাছে উঠে আসতে হবে। বাড়ি খুঁজে নিতে হবে। অফিস থেকে অন্তত ৮০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে কর্মীদের। যারা এই ব্যবস্থায় রাজি হবেন না, তাদের আইবিএম ছাড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন গ্রেঞ্জার।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “ক্লায়েন্টদের সঙ্গে মুখোমুখি যোগাযোগে বিশ্বাসী আইবিএম। মুখোমুখি কথা হবে, এই রকম কাজের পরিবেশই চায় সংস্থা। এর ফলে আমাদের উত্পাদনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা যেমন বেশি থাকে, তেমনই ক্লায়েন্টদের আমরা আরও ভাল পরিষেবা দিতে পারি।” বস্তুত, দীর্ঘদিন ধরেই সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার অরবিন্দ কৃষ্ণ অফিসে এসে কাজের গুরুত্ব তুলে ধরেছেন। ২০২৩-এ ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাত্কারে, তিনি কর্মীদের অফিসে ফেরার জন্য স্পষ্ট বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, যারা অফিসে বা ক্লায়েন্ট লোকেশনে যাচ্ছে না, তাদের পদোন্নতির কথা না ভাবাই ভাল। গত নভেম্বর মাসে এক বিজ্ঞপ্তি জারি করে, কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসার নির্দেশ দিয়েছিল সংস্থা।