Fixed Deposite: এখন এই দুই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে আরও সুদ পাওয়া যাবে, জেনে নিন সর্বশেষ হার
Fixed deposite: ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডির বিনিয়োগকারীদের জন্য সুখবর। সম্প্রতি দুটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে।
নয়া দিল্লি: ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডির বিনিয়োগকারীদের জন্য সুখবর। সম্প্রতি দুটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। দুই কোটি টাকার কম স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে সরকারি ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, স্থায়ী আমানতের নতুন সুদের হার ৪ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। পরিবর্তনের পর, ব্যাঙ্কটি নির্দিষ্ট মেয়াদে তার সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এখন ব্যাঙ্কের খুচরা গ্রাহকরা তাদের আমানতের উপর ৬.৭ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন।
ইন্ডিয়ান ব্যাঙ্ক এফডি রেট
৭ থেকে ২৯ দিনের ফিক্সড ডিপোজিটের জন্য ব্যাঙ্ক ২.৮০ শতাংশ হারে সুদ দেবে। ৩০ দিন থেকে ৪৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য ৩.০০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ৩.২৫ শতাংশ সুদ মিলবে ইন্জিয়ান ব্যাঙ্কের ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে। ৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিটে সুদ দেওয়া হচ্ছে ৩.৫০ শতাংশ হারে। ১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের এফডিতে সুদের হার ৩.৮৫ শতাংশ। ১৮১ দিনের বেশি এবং ৯ মাসের কম সময়ের ফিক্সড ডিপোজিটে এখন সুদ মিলবে ৪.৫০ শতাংশ হারে। ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের জন্য এফডিতে ৪.৭৫ শতাংশ হারে সুদের সুবিধা পাওয়া যাবে। একই সময়ে, এক বছরে মেয়াদপূর্তিতে আমানতের উপর ৬.১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
সুদ পাওয়া যাবে ৮ শতাংশ পর্যন্ত
অন্যদিকে, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক (AU Small Finance Bank)-ও ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। এই পরিবর্তনের পরে, ব্যাঙ্কটি বর্তমানে ৭ দিন থেকে ১২০ মাসের এফডিতে ৩.৭৫ শতাংশ থেকে ৭.২০ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিক হলে সুদের পাওয়া যাবে আরও বেশি, ৪.২৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ হারে। একই সময়ে, ২৪ মাস ১ দিন থেকে ৩৬ মাসের মধ্যে স্থায়ী আমানতের জন্য সর্বোচ্চ ৮ শতাংশ হার সুদ পাওয়া যাবে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ৩ মার্চ থেকে এই বর্ধিত হারে সুদ দেওয়া চালু হয়েছে।
৭ দিন থেকে ১ মাস ১৫ দিনের মেয়াদে এফডিতে ৩.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। ১ মাস ১৬ দিন থেকে ৩ মাসের মেয়াদের এফডি-তে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৪.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ৩ মাস ১ দিন থেকে ৬ মাস পর্যন্ত মেয়াদে এফডিতে ৫.০০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একই সময়ে, ৬ মাস ১ দিন থেকে ১২ মাসের স্থায়ী আমানতে ৬.৩৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।