Indian Railways: ট্রেনে কটা থেকে কটা পর্যন্ত চার্জ দিতে পারবেন, জেনে রাখুন না হলে জরিমানা
Indian Railways: ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, রাতে চার্জ দেওয়ার ক্ষেত্রে কোনও দুর্ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক পণ্য বেশি চার্জ দেওয়া হয়ে গেলে, সেখান থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। সেই কথা মাথায় রেখেই নিয়ম।
নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে চেপে ঘুরতে যাচ্ছেন, এদিকে মোবাইলে চার্জ দিয়ে আসেননি? ভাবছেন যে ট্রেনে তো এখন চার্জিং পোর্ট থাকেই, তাতে চার্জ দিয়ে নেবেন। তবে জানিয়ে রাখি, এই ধারণা কিন্তু ভুল। বাড়িতে শোওয়ার সময় সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখতে পারলেও, ট্রেনে কিন্তু তা সম্ভব নয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে চার্জ দিতে হবে মোবাইল-ল্যাপটপ বা অন্য় কোনও বৈদুতিন পণ্য। যদি এই সময়ের মধ্যে চার্জ না দেন, তবে আর কিন্তু সুযোগ পাবেন না।
ট্রেনে যাত্রার ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে, যা আমরা অনেকেই জানি না। এমনই একটি নিয়ম হল চার্জিংয়ের। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী রাত ১১টার পর মোবাইল ফোন বা ল্যাপটপে চার্জ দিতে পারবেন না। রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি চার্জিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। এই সময়ে আপনি ফোন বা অন্য় কোনও ইলেকট্রনিক পণ্য চার্জ দিতে পারবেন না। এই ৬ ঘণ্টা চার্জিং ডকগুলিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। ফলে আপনি মোবাইল চার্জে বসালেও, তা চার্জ হবে না।
কেন এই নিয়ম?
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, রাতে চার্জ দেওয়ার ক্ষেত্রে কোনও দুর্ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক পণ্য বেশি চার্জ দেওয়া হয়ে গেলে, সেখান থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। সেই কথা মাথায় রেখেই নিয়ম।
উল্লেখ্য, এই নিয়ম কিন্তু নতুন নয়। ২০১৪ সালেই ভারতীয় রেলওয়ের তরফে এই নিয়ম আনা হয়। বেঙ্গালুরু-হাজুর সাহিব নন্দেদ এক্সপ্রেসে ফোন ওভারচার্জিং থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।