SIP: ২১ বছরেই আপনার সন্তান হতে পারে ২ কোটির মালিক, বিনিয়োগের এই প্ল্যানটি নিন
Investment plan: সন্তানের নামে মোট ২৫.২০ লক্ষ টাকা জমা করলে ২১ বছরে আপনার ১.৮১ কোটি টাকা আয় হবে। সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হলে এই টাকা তার উচ্চ শিক্ষা, বিয়ে বা ব্যবসায় বিনিয়োগের জন্য ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য, ICICI প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড ২১ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।
মুম্বই: বর্তমানে শিশুদের পড়াশোনার খরচ থেকে তাদের সুন্দর কেরিয়ার-ভবিষ্যৎ দিতে গেলে অনেক আগেই আর্থিক পরিকল্পনা শুরু করতে হবে। না হলে পরে চিন্তা করতে হবে। তাই সন্তানদের ভবিষ্যৎ তৈরির জন্য আগাম বিনিয়োগ করা জরুরি। এবার এক বিশেষ বিনিয়োগের অফার (Investment plan) নিয়ে এসেছে SIP। যার মাধ্যমে মাত্র ২১ বছর বয়সে আপনার সন্তান ২ কোটির বেশি চাকার মালিক হতে পারে। আপনি যদি সদ্য বিবাহিত দম্পতি হন বা সদ্য বাবা-মা হয়ে থাকেন, তাহলে সন্তানের জন্ম থেকেই এই বিনিয়োগ পরিকল্পনা শুরু করতে পারেন। ২১ বছরে এটি আপনাকে এত বেশি রিটার্ন দেবে যে, সন্তানের সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকার বেশি হবে। কীভাবে এটা সম্ভব দেখে নেওয়া যাক..
প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা জমা দিন
সন্তানকে ২১ বছর বয়সে ২ কোটি টাকার মালিক করতে হলে আপনাকে SIP-এ প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে আপনি ২১ বছরে সন্তানের নামে ২৫.২০ লক্ষ টাকা জমা করতে পারবেন। এবার ধরে নেওয়া যাক, SIP-এ ১৬ শতাংশ রিটার্ন পাবেন। তাহলে বিনিয়োগের ২১ বছর পূর্ণ হলে আপনার কাছে ২.০৬ কোটি টাকা থাকবে।
অর্থাৎ সন্তানের নামে মোট ২৫.২০ লক্ষ টাকা জমা করলে ২১ বছরে আপনার ১.৮১ কোটি টাকা আয় হবে। সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হলে এই টাকা তার উচ্চ শিক্ষা, বিয়ে বা ব্যবসায় বিনিয়োগের জন্য ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য, ICICI প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড ২১ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।
যদি মাত্র ১২ শতাংশ সুদ পান
যদি ১৬ শতাংশের বদলে SIP-এ ১২ শতাংশ সুদ পান, তাহলেও বিনিয়োগের জন্য খুব একটা আফসোস করতে হবে না। তখনও আপনার সন্তান কোটিপতি হতে পারে। কেননা সেক্ষেত্রে ২৫.২০ লক্ষ টাকা বিনিয়োগে ৮৮.৬৬ লক্ষ টাকা রিটার্ন হবে। ফলে মোট সঞ্চয়ের পরিমাণ হবে ১.১৩ কোটি টাকা।