Stocks in Diwali: আসছে কালীপুজো, চড়চড়িয়ে বাড়ছে মদের শেয়ারের দাম
Stocks in Diwali: পিছিয়ে নেই Sula Vineyards Ltd. বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ৪৭৫ টাকার উপরে। গত শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকারও বেশি। অন্যদিকে শীর্ষ তালিকায় থাকা Globus Spirits এর বর্তমানে শেয়ার প্রতি দাম ৮৩০ টাকার বেশি।
কলকাতা: সামনেই দিওয়ালি। আলোর উৎসবে মেতে উঠতে এখন থেকেই সেজে উঠছে গোটা দেশ। এদিকে অনেকেই আবার এই উৎসবের সময়কেই পছন্দের বিনিয়োগের সময় হিসাবে বেছে নেন। দিওয়ালির ১ ঘণ্টার মুহরত ট্রেডিংয়ের শুভক্ষণকে বিনিয়োগের মোক্ষম সময় হিসাবে বেছে নেন অনেকে। পুরনো স্টক বেচে নতুন স্টক কেনার দিকেও মন দেন অনেকে। এদিকে প্রতি বছরই উৎসবের আবহে গোটা দেশে মদের বিক্রি বহুগুণ বেড়ে যায়। শুধুমাত্র এবার দুর্গাপুজোতে বাংলায় বিক্রি হয়েছে প্রায় ৬০০ কোটির মদ। সামনেই কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই আবহে শেয়ার মার্কেট থেকে ভাল লাভ পেতে হলে অবশ্যই নজরে থাকতে পারে বেশ কিছু মদের শেয়ারে।
নজর রাখতে পারেন United Spirits, Radico Khaitan, Sula Vineyards, Globus Spirits, Tilaknagar Industries এর শেয়ারে। United Spirits Ltd-এর বর্তমানে একটি শেয়ারের দাম ১ হাজার ৭০ টাকা। বিগত কয়েকদিন ধরেই এই শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুধুমাত্র শুক্রবারই দাম বেড়েছে ১৩ টাকার উপরে। খানিক এগিয়ে রয়েছে Radico Khaitan এর শেয়ার। বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ১৩২০ টাকা। শুক্রবার একটি স্টকটির দাম বেড়েছে ৪০ টাকারও বেশি।
পিছিয়ে নেই Sula Vineyards Ltd. বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ৪৭৫ টাকার উপরে। গত শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকারও বেশি। অন্যদিকে শীর্ষ তালিকায় থাকা Globus Spirits এর বর্তমানে শেয়ার প্রতি দাম ৮৩০ টাকার বেশি। গত শুক্রবার মার্কেট বন্ধের দিন শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১৯ টাকা। দাম কিছুটা কম হলেও ভাল লাভ দিচ্ছে Tilaknagar Industries এর প্রতিটা স্টক। বর্তমানে এই সংস্থার এক একটি স্টকের দাম ২৩৯ টাকা। গত শুক্রবার একদিনে দাম বেড়েছে ২৫ টাকারও বেশি।