‘ইউজ আ্যান্ড থ্রো’! অভিনব চপ্পল বানাল ‘খাদি’, দাম মাত্র ৫০

শুধু জুতো নয়। সদ্যজাতদের জন্য বিশেষ ধরনের আরামদায়ক সুতির জামা তৈরি করেছে খাদি।

'ইউজ আ্যান্ড থ্রো'! অভিনব চপ্পল বানাল 'খাদি', দাম মাত্র ৫০
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 8:46 PM

নয়া দিল্লি: বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট বাজারে আনল খাদি। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের উপস্থিতিতে সেই প্রোডাক্ট বাজারে আনে খাদি। যার মধ্যে রয়েছে শিশুদের সুতির জামা ও এক ধরনের হাতে তৈরি জুতো বা চপ্পল। আজ, এক অনুষ্ঠানে এই দুই প্রোডাক্ট বাজারে আনা হয়েছে। উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা ও আর এক মন্ত্রী ভানু প্রতাপ সিং।

ভারতে প্রথম এই ধরনের চপ্পল তৈরি করেছে খাদি। এটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলেআশাবাদী সংস্থার কর্তারা। শিশুদের জন্য তৈরি করা হয়েছে সুতির ফ্রক, সঙ্গে ন্যাপি। সদ্যজাত থেকে ২ বছর বয়স পর্যন্ত শিশুরা এই জামা পরতে পারবে। হাতে তৈরি সুতির কাপড় দিয়ে জামা তৈরি হয়েছে বলে খাদির তরফ থেকে জানানো হয়েছে। এই জামা পরলে শিশুদের ত্বকে কোনও সমস্যা হবে না।

চেয়ারম্যান সাক্সেনা জানিয়েছেন, হাতে তৈরি কাগজ দিয়ে বানানো হয়েছে চপ্পল। এর ফলে কাগজ শিল্প উপকৃত হবে বলে মনে করেন তিনি। এই কাগজ কাঠ দিয়ে তৈরি নয়। চপ্পলগুলো ওজনেই খুব হালকা। কোথা যাওয়ার সময় বা বাড়িতে পরার জন্য এই চপ্পল ব্যবহার করা যেতে পারে। হাসপাতালেও ব্যবহার করা ষেতে পারে এটি। পায়ের পক্ষে এটি কম ক্ষতিকারকও বটে।

শিশুদের জন্য তৈরি জামার দাম ৫৯৯ টাকা আর চপ্পলগুলোর দাম ৫০ টাকা। আপাতত দিল্লিতে খাদির শোরুমে রাখা হচ্ছে এই সব প্রোডাক্ট। সেইসঙ্গে পাওয়া যাচ্ছে www.khadiindia.gov.in ওয়েবসাইট থেকেও। এই ধরনের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে বলেও জানিয়েছেন খাদির চেয়ারম্যান। আরও পড়ুন: আন্দোলনরত ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা