ITR e-Verification : আয়কর জমা দিলেই শেষ হয় না কাজ, কীভাবে করবেন ই-ভেরিফিকেশন জেনে নিন
ITR e-Verification : ITR জমা করলেই আয়করের দায়িত্ব শেষ হয়ে যায় না। তা জমা করার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা যাচাইও করতে হয়। ITR যাচাই না হলে তা অবৈধ হিসেবে বিবেচিত হয়।
ইতিমধ্যেই প্রায় ৫.৮২ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। ৩১ জুলাই অবধি আয়কর রিটার্নের দিন বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেদিনের মধ্যে যাঁরা আয়কর রিটার্ন জমা করেছেন তাঁদের ৩০ এবার আয়কর রিটার্ন যাচাই করে নিতে হবে। ৫.৮২ কোটি মানুষের মধ্যে মাত্র ৪ কোটি মানুষই তা যাচাই করেছেন। অর্থাৎ, এখনও ১.৮ কোটি মানুষ তা যাচাই করেননি। আয়কর রিটার্ন জমা করলেই প্রক্রিয়া শেষ হয়ে যায় না। তা যাচাইও করতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই না করলে সেই ITR অবৈধ বলে গণ্য হয়। ITR যাচাই করার পরই আয়কর দফতর তা প্রক্রিয়াকরণ করে এবং তার নথি পাঠানো হয়। যদি টাকা ফেরত পাওয়ার থাকে তা পাঠানো হয়।
ITR যাচাইকরণের শেষ তারিখ :
সম্প্রতি ITR-র ইলেকট্রনিক উপায়ে যাচাইকরণের মেয়াদ কমিয়ে এনেছে আয়কর দফতর। এখন ITR জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে তা যাচাই করতে হবে। আগে এর মেয়াদ ছিল ১২০ দিন। ১ অগস্ট থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
আধার ভিত্তিক OTP-র মাধ্যমে কীভাবে যাচাই করবেন ITR :
এর জন্য আপনার মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
আয়কর পোর্টালের ই-ভেরিফাই পেজে যান।
সেখানে ITR যাচাইয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি তে যান।
এরপর পপ আপ আসবে। সেখানে আধারের তথ্য সেখানে যাচাই করবেন।
‘Generate Aadhaar OTP’-তে ক্লিক করুন।
আপনা রেজিস্টার করা মোবাইল নম্বরে ছয় অঙ্কের একটি ওটিপি যাবে।
ওটিপি দিন এবং সাবমিট করুন। মাত্র ১৫ মিনিটের জন্যই সেই ওটিপি বৈধ থাকবে।