March Rules: মার্চের প্রথম দিনেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, আর কী কী বড় পরিবর্তন হবে এই মাসে?
Bank Rules: যদি মার্চ মাসে আপনার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন থাকে, তবে ছুটির তালিকা অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। কারণ মার্চে মোট ১২দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।
নয়া দিল্লি: অর্থবর্ষের শেষ হয় মার্চ মাসের ৩১ তারিখে। এই কারণে সাধারণ কর্মচারী থেকে ব্যবসায়ী, সকলেই ব্যস্ত হয়ে পড়েন আয়করের হিসাব নিয়ে। মাসের প্রথম তারিখেই চাপ বেড়েছে গৃহস্থের। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রান্নার গ্যাসের দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৪.২ কেজি ও ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও ২৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ হোলির আগেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। রান্নার গ্যাসের দাম বাড়ার কারণে বাকি অন্যান্য জিনিসের দামও বাড়তে চলেছে। যেমন দুধের দাম। ১ মার্চ থেকেই দাম বাড়ছে দুধের। লিটার প্রতি ৫ টাকা দুধের দাম বাড়ানো হয়েছে। মুম্বইয়ে এই দাম বৃদ্ধি করা হয়েছে। মার্চ মাসে আর কী কী পরিবর্তন আসছে, দেখে নিন-
মার্চে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-
যদি মার্চ মাসে আপনার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন থাকে, তবে ছুটির তালিকা অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। কারণ মার্চে মোট ১২দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। হোলি সহ একাধিক উৎসবের জন্য ছুটি থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি মাসে চার দিন রবিবার ও দুটি শনিবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ট্রেনের সময়সীমার বদল-
গ্রীষ্ম শুরু হতদেই ভারতীয় রেলওয়ের তরফে ট্রেনে টাইম টেবিলে বড় রদবদল আনা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ৫ হাজার পণ্যবাহী ট্রেন ও প্রায় ১ হাজার যাত্রীবাহী ট্রেনের সময়সীমায় পরিবর্তন করা হয়েছে।
বাড়ছে ঋণের বোঝা-
মার্চ মাস থেকেই বাড়তে পারে ইএমআইয়ের খরচ। একাধিক ব্যাঙ্কের তরফে চলতি মাস থেকে ঋণের উপরে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে।