ইনসিউরেন্সের কাগজপত্র খুঁটিয়ে পড়েননি! জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ

Accidental Insurance Cover, দুর্ঘটনায় মৃত ব্যক্তির মাথায় আঘাত লাগে। তিনি একটি ৩৪৬ সিসির বাইক চালাচ্ছিলেন। কিন্তু বিমার শর্তাবলী অনুযায়ী, ১৫০ সিসির বেশি বাইক চালিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে কোনও টাকা মিলবে না।

ইনসিউরেন্সের কাগজপত্র খুঁটিয়ে পড়েননি! জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 8:55 PM

নয়া দিল্লি: সচরাচর আমরা বিজ্ঞাপনে বলতে শুনি “বিমা করার আগে যাবতীয় কাগজপত্র ভাল করে পড়ে নিন”, শব্দ বন্ধটিকে আমরা অতটা গুরুত্ব দিই না বা শুনেও এড়িয়ে যাই। কিন্তু এর পরিণাম হতে পারে মারাত্মক। জলে চলে যেতে পারে নিজেকে বা নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে তিলে তিলে জমানো আপনার সব সঞ্চয়।

সম্প্রতি টুইটারে একটি ঘটনা নজরে আসে। একটি বহুল পরিচিত বেসরকারি বিমা কোম্পানির কাগজ শেয়ার করে তিনি লেখেন, দুর্ঘটনায় মৃত্যু হলেও তার পরিবার জীবন বিমার (Life Insurance) টাকা দাবি করেও পায়নি। দুর্ঘটনায় মৃত ব্যক্তির মাথায় আঘাত লাগে। তিনি একটি ৩৪৬ সিসির বাইক চালাচ্ছিলেন। কিন্তু বিমার শর্তাবলী অনুযায়ী, ১৫০ সিসির বেশি বাইক চালিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে কোনও টাকা মিলবে না।

বিভিন্ন বিমা করার ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক,

স্বাস্থ্য বিমা (Healh Insurance)

স্বাস্থ্য বিমাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও চিকিৎসার যাবতীয় খরচ মেলে। কিন্তু স্বাস্থ্য বিমা করার প্রথম চার বছরের মধ্যে আগে থেকে থাকা কোনও রোগে অসুস্থ হয়ে পড়লে সেই সংক্রান্ত চিকিৎসার খরচ মেলে না। চোখের ছানি, হার্নিয়া অপারেশন, জয়েন্ট প্রতিস্থাপন এমনকি দুর্ঘটনার মত অবস্থা স্বাস্থ্য বিমার যাবতীয় সুযোগ সুবিধা বিমা করার দু’বছর পর থেকে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে শর্ত থাকে, গুরুতর অসুস্থতার সময় চিকিৎসা শেষের পর রোগী যদি একমাসের বেশি বেঁচে থাকে একমাত্র তবেই বিমা সংস্থা রোগীর চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা গ্রাহককে ফিরিয়ে দেয়।

গাড়ি বিমা (Car Insurance)

রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে সব গাড়ি বিমা করানো আবশ্যক। এই ক্ষেত্র মূলত থার্ড পার্টি ইনসিউরেন্স করা হয়। এর অর্থ হল দুর্ঘটনার সময় গাড়ি বা আরোহী কোনও একজনের খরচ বিমা কোম্পানি বহন করবে। গাড়ি চুরি হয়ে গেলই এই বিমা কার্যকরী ভূমিকা পালন করে। এখন দুর্ঘটনার পর যদি দেখা যায় গাড়ি চালকে বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তবে বিমা সংস্থা কোনও ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ নয়। যদি কোনও গাড়ির মালিক আগের সংস্থাতে বিমার মেয়াদ শেষ হওয়ার পর অন্য কোনও নতুন সংস্থা থেকে বিমা পুনর্নবীকরণ করেন তবে নতুন সংস্থা আগের কোনও ক্ষয়ক্ষতির দায়িত্বাভার নেবেনা।

অন্যান্য বিমা (Other Insurance)

কর্মসংস্থানের আকাল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই সংক্রান্ত বিমা গ্রহন করছে। এখন তাদের অক্ষমতার কারণে যদি তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়, সেক্ষত্রে তাদের বিমার কোনও সুযোগ মিলবে না।

ভ্রমণ বিমার সুবিধা কেবল তখনই দাবি করা যেতে পারে, যখন গ্রাহক একদিনের মধ্যে অনভিপ্রেত ঘটনার কথা পুলিশকে জানাবেন। ৩০ দিনের বেশি বাড়িতে না থাকলে আপনি বাড়ি জন্য করিয়ে রাখা বিমাও দাবি করতে পারবেন না।

আরও পড়ুন Digha: কমলা সতর্কতা মাথায় নিয়েই সমুদ্রস্নানে মাতলেন উচাটন পর্যটকেরা