Investment: এককালীন নাকি মাসিক বিনিয়োগ? কোন খাতে টাকা রাখলে দেখবেন লাভের মুখ…
Investment:নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রয়োজন দ্বিতীয় কোনও উপার্জনের। আর এই উপার্জনেরই সহজ পথ হল বিনিয়োগ। তবে কোন খাতে বিনিয়োগ করা উচিত, বাজারে কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি বেশি, তা জানা প্রয়োজন।
নয়া দিল্লি: বর্তমান সময়ে দাঁড়িয়ে এ কথা সকলেই বুঝে গিয়েছেন যে শুধুমাত্র চাকরি বা ব্যবসা করে উপার্জন করলেই হবে না। নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রয়োজন দ্বিতীয় কোনও উপার্জনের। আর এই উপার্জনেরই সহজ পথ হল বিনিয়োগ। তবে কোন খাতে বিনিয়োগ করা উচিত, বাজারে কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি বেশি, তা জানা প্রয়োজন। তবেই সঠিকভাবে বিনিয়োগ করে মোটা টাকা লাভ করা সম্ভব। বাজারে বিনিয়োগর অন্যতম দুটি উপায় হল এককালীন বিনিয়োগ ও মাসিক বিনিয়োগ। কোন খাতে বিনিয়োগ করলে আপনি বেশি লাভের মুখ দেখবেন, জেনে নিন-
লাম্প সাম ইনভেস্টমেন্ট-
এককালীন যে টাকা বিনিয়োগ করা হয়, তাকেই লাম্প সাম ইনভেস্টমেন্ট বলে। অর্থাৎ এই বিনিয়োগের ক্ষেত্রে আপনি একবারেই একটা মোটা অঙ্ক, ধরুন এক লক্ষ বা দশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর বা বাজারের ওঠা-পড়া অনুযায়ী আপনি সেই বিনিয়োগ করা টাকা ফেরত পেতে পারেন। তবে এককালীন বিনিয়োগের অন্যতম বড় ঝুঁকি হল বাজারের অবস্থা। শেয়ার বাজারে কখন কোন শেয়ার আকাশ ছোঁয় আর কখন কোন শেয়ারের সূচক তলানিতে গিয়ে পৌঁছয়, তা নিশ্চিতভাবে কেউই বলতে পারেন না। সেই কারণেই বাজার বিশেষজ্ঞদের মতে, যদি আপনি শেয়ার মার্কেটের ওঠা-নামার বিষয়টি ভালভাবে বোঝেন এবং বড় ঝুঁকি নেওয়ার সাহস রাখেন, তবেই এককালীন বিনিয়োগ করুন।
এসআইপি বা মাসিক বিনিয়োগ-
যাদের কাছে এককালীন বিনিয়োগের জন্য মোটা টাকা নেই, তারা প্রতি মাসে একটা স্বল্প অঙ্ক বিনিয়োগ করতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে। একবারে লক্ষাধিক টাকা বিনিয়োগের বদলে, আপনার উপার্জন অনুযায়ী প্রতি মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। ক্ষুদ্র বিনিয়োগ হওয়ার এক্ষেত্রে যেমন ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা কম, তেমনই আবার বিনিয়োগের খুটিনাটি সম্পর্কেও জ্ঞান অর্জনের জন্য প্রাথমিক ধাপে এসআইপি-তে বিনিয়োগ করা উচিত। বিগত কয়েক বছর ধরেই এককালীন বিনিয়োগের তুলনায় মাসিক কিস্তিতে বিনিয়োগগুলি বেশি লাভের মুখ দেখেছে।