SBI PAN Update Fact Check: আপনার প্যান নম্বর আপডেট করতে বলে মেসেজ করেছে এসবিআই? ভুল করেও পা দেবেন না এই ফাঁদে

SBI PAN Update Fact Check : সম্প্রতি প্যান কার্ডের তথ্য আপডেট করতে বলে গ্রাহকদের কাছে SBI-র তরফে একটি মেসেজ এসেছে। তবে এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে সরকার।

SBI PAN Update Fact Check: আপনার প্যান নম্বর আপডেট করতে বলে মেসেজ করেছে এসবিআই? ভুল করেও পা দেবেন না এই ফাঁদে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 12:56 PM

সাম্প্রতিককালে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বহু গ্রাহকের কাছে এসএমএস এসেছে যাতে প্যান কার্ডের তথ্য আপডেট করতে বলা হয়েছে। তবে এই মেসেজ পুরোপুরি ভুয়ো বলে জানিয়েছে সরকার। কয়েকদিন ধরেই কিছু মেসেজ আসছে এসবিআই গ্রাহকদের কাছে। সেখানে বলা হচ্ছে যে তাঁদের YONO অ্যাকাউন্ট অচল হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটিকে ফের সচল করতে গ্রাহকদের প্যান কার্ডের তথ্য আপডেট করতে বলা হচ্ছে। তবে এই ফাঁদে পা দিয়ে অনেকেই টাকা খুইয়েছেন। বিষয়টি সরকারের নজরে আসতেই আম জনতাকে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার।

পিআইবির ফ্যাক্ট চেকার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে এই বিষয়ে লেখা হয়েছে, ‘এসবিআই-এর নামে জারি করা একটি জাল বার্তা সম্প্রতি গ্রাহকদের ফোনে যাচ্ছে। সেই বার্তায় গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক এড়াতে তাঁদের প্যান নম্বর আপডেট করতে বলা হচ্ছে। আপনার ব্যক্তিগত বা ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও তথ্য জানতে চেয়ে কেউ যদি ইমেল বা এসএমএস করে থাকে, তাহলে তার উত্তর দেবেন না।’ টুইট বার্তায় আরও বলা হয়েছে যে, ‘এসবইআই কখনই গ্রাহকদের কাছ থেকে তাঁদের ব্যক্তিগত তথ্য চায় না।’

এদিকে সাধারণ নাগরিকদের কাছে যদি এই ধরনের কোনও ভুয়ো বার্তা যায়, তাহলে তা অবিলম্বে রিপোর্ট করার জন্য আবেদন করা হয়েছে পিআইবির তরফে। অভিযোগ জানাতে phishing@sbi.co.in-এ একটি ইমেল লিখতে পারেন অভিযোগকারী। তাছাড়া হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করার মাধ্যমেও এই ধরনের ভুয়ো বার্তা সম্পর্কে অভিযোগ জানানো যায়। এদিকে পিআইবির তরফে একটি ভুয়ো বার্তার উদাহরণও তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। তাতে লেখা, ‘প্রিয় গ্রাহক আপনার SBI YONO অ্যাকাউন্ট আজ বন্ধ হয়ে গিয়েছে এখনই যোগাযোগ করুন এবং নিম্নলিখিত লিঙ্কে আপনার প্যান নম্বর আপডেট করুন – ধন্যবাদ, রাজেশ’ এই বার্তায় কোনও ফুলস্টপ বা কমা নেই। এই ধরনের কোনও মেসেজ দেখলেই অভিযোগ জানান এবং কোনওভাবেই বার্তায় দেওয়া লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।