RBI Credit policy: অর্থনীতির চাকা ঘুরতেই আরও সাবধানী RBI!

মর্গ্যান স্ট্যানলি (Morgan Stanley)-র একটি গবেষণা রিপোর্টের মোতাবেক, রিজার্ভ ব্যাঙ্ক আগামী মুদ্রা সমীক্ষায় সুদের হারকে একই রাখবে, সেই সঙ্গে নিজেদের নরম মনোভাবও বজায় রাখবে। রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থ বছরে গ্রাহক মূল্য সূচাঙ্কের উপর নির্ভরশীল মুদ্রাস্ফীতি পাঁচ শতাংশের আশেপাশে থাকবে।

RBI Credit policy: অর্থনীতির চাকা ঘুরতেই আরও সাবধানী RBI!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 7:13 PM

কলকাতা: আগামী ৬ অক্টোবর তিন দিনের বৈঠক হতে চলেছে RBI-এর গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি (Monetary Policy Committee)-র। দু’দিন ধরে চলবে এই বৈঠক। বিশ্বজুড়ে পণ্যদ্রব্যের (Commodity) মূল্যবৃদ্ধির মধ্যে দীর্ঘমেয়াদী ভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বৈঠক বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী দ্বিমাসিক মুদ্রানীতি পর্যালোচনায় (Monetary Policy Review) নতুন করে কোনও পদক্ষেপের পথে হাঁটতে না পারে আরবিআই। শেষবার ২০২০-র মার্চে রেপো রেট (Repo Rate) ০.০৪ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করেছিল আরবিআই। সেই সময় দেশের অর্থনীতি কোভিড-১৯ মহামারীর কারণে ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। তারপর থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার একই রেখেছে।

রেপো রেট পরিবর্তনের সম্ভাবনা কম

মর্গ্যান স্ট্যানলি (Morgan Stanley)-র একটি গবেষণা রিপোর্টের মোতাবেক, রিজার্ভ ব্যাঙ্ক আগামী মুদ্রা সমীক্ষায় সুদের হারকে একই রাখবে, সেই সঙ্গে নিজেদের নরম মনোভাবও বজায় রাখবে। রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থ বছরে গ্রাহক মূল্য সূচাঙ্কের উপর নির্ভরশীল মুদ্রাস্ফীতি পাঁচ শতাংশের আশেপাশে থাকবে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দিনেশ খারা সম্প্রতি বলেছিলেন, এমন মনে হচ্ছে সুদের হার একই থাকবে। অর্থনীতির উন্নতি হচ্ছে। এই অবস্থায় আমার মনে হয় সুদের হার বাড়বে না। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের মতামতে মুদ্রাস্ফীতির উল্লখ থাকবে।

হাউজিং বাজার গতি পাবে

কোলিয়ার্সের ভারতের সিইও রমেশ নায়ার বলেছেন, আগামী মুদ্রা সমীক্ষা বৈঠকে সুদের হারে পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, এতে হাউজিং বাজার গতি আসবে। বাড়ির দামে স্থিরতা আসায়, কিছু রাজ্যে স্ট্যাম্প শুল্ক কম হওয়ায় আর বাড়ি কেনার ইচ্ছে বাড়ার কারণে ২০২০-র চতুর্থ কোয়ার্টারে চাহিদা কিছুটা হলেও বেড়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের উপর নিজেদের মনোভাব পরিবর্তনের চাপ

ডেলায়েট ইন্ডিয়ার (Deloitte India) অর্থনীতিবিদ রুমকি মজুমদার বলেছেন, রিজার্ভ ব্যাঙ্কের উপর নিজেদের মনোভাব পরিবর্তনের চাপ রয়েছে। এর কারণ, কিছু ব্যবসায়িক দেশে মুদ্রানীতির দিক পরিবর্তনের কারণে মুদ্রাস্ফীতি এবং পণ্যের দাম বাড়ছে। তবে তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্ভবত নীতিগত রেট একই রাখার সিদ্ধান্ত নিতে পারে। EY Economy Watch-এর সেপ্টেম্বর সংস্করণে ডিকে শ্রীবাস্তব লিখেছিলেন, CPI মুদ্রাস্ফীতি চাপে রয়েছে। এই অবস্থায় নিকট ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট কমাতে পারে। কেন্দ্রীয় ব্যাঙ্ক যদি শুক্রবারও সুদের হার একই রাখে, তাহলে অষ্টমবারের জন্য সুদের হার অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: Gold Price Today: ৫৫৫ টাকা বাড়ল সোনা, প্রায় ১০০০ টাকা বাড়ল রুপোও, জানুন সোনা রুপোর দর