TATA-র ঘুম ওড়াতে আসরে Reliance, Tanishiq-কে টেক্কা দিতে ইশা অম্বানী নিয়ে আসছেন নতুন ব্র্যান্ড

Isha Ambani: দেশের সবথেকে দামি সংস্থা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সংস্থার মার্কেট ক্যাপ আনুমানিক ১০ লক্ষ কোটি টাকা।  পেট্রোকেমিক্যাল, টেলিকম, রিটেল- এক এক করে রিলায়েন্সের সাম্রাজ্য বেড়েই চলেছে। এর মধ্যে রিলায়েন্সের রিটেল অংশটির দায়িত্বভার রয়েছে ইশা অম্বানীর কাঁধে।

TATA-র ঘুম ওড়াতে আসরে Reliance, Tanishiq-কে টেক্কা দিতে ইশা অম্বানী নিয়ে আসছেন নতুন ব্র্যান্ড
ইশা অম্বানী।Image Credit source: Instagram
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 2:48 PM

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। বিশাল তাঁর রিলায়েন্স সাম্রাজ্য। তবে একা মুকেশ অম্বানীই নন, এখন রিলায়েন্সের দায়িত্বভার রয়েছে তাঁর ছেলেমেয়ের কাঁধেও। রিলায়েন্সের বিভিন্ন ব্যবসা সামলাচ্ছে আকাশ, অনন্ত ও ইশা অম্বানী। এর মধ্যে মুকেশ অম্বানীর আদরের কন্যা ইশা বড় পদক্ষেপ করতে চলেছেন। নতুন এক পরিকল্পনা নিয়ে আসছেন অম্বানী কন্যা, যা সরাসরি টাটা সংস্থাকে টক্কর দেবে। কী এই পরিকল্পনা?

দেশের সবথেকে দামি সংস্থা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সংস্থার মার্কেট ক্যাপ আনুমানিক ১০ লক্ষ কোটি টাকা।  পেট্রোকেমিক্যাল, টেলিকম, রিটেল- এক এক করে রিলায়েন্সের সাম্রাজ্য বেড়েই চলেছে। এর মধ্যে রিলায়েন্সের রিটেল অংশটির দায়িত্বভার রয়েছে ইশা অম্বানীর কাঁধে। এবার জামাকাপড়ের পাশাপাশি গহনার জগতেও পা রাখতে চলেছে রিলায়েন্স।

রিলায়েন্স জুয়েলস তো আছেই, পাশাপাশি রিলায়েন্স রিটেল শীঘ্রই বিলাসবহুল কিউরেটেড ডিজাইন ভিত্তিক ফরম্যাটের গহনা নিয়ে আসতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিলাসবহুল জুয়েলারি সেগমেন্ট চালু করতে চলেছে। এখানে ট্রাডিশনাল গহনার সঙ্গে কিউরেটেড বা নিজস্ব ডিজাইনের গহনা তৈরি করা যাবে।

ইশা অম্বানীর এই ব্রান্ড তৈরি হলে, তা টাটার ক্য়ারেটলেন, ব্লুস্টোনের মতো ব্রান্ডগুলিকে কড়া টক্কর দেবে।

প্রসঙ্গত, ক্যারেটলেন (CaratLane) টাটারই ব্রান্ড। ২০০৮ সালে তৈরি ক্যারেটলেনের মূল সংস্থা হল টাইটান, যা টাটার ব্রান্ড। দেশজুড়ে ২৭০টিরও বেশি দোকান রয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)