বাড়িতে সোনা রাখতে ভয়? এক ক্লিকেই কিনে ফেলুন ডিজিটাল সোনা, মিলবে হরেক সুবিধাও

Digital Gold: গুগল পে বা ফোনপে-র মাধ্যমে একজন গ্রাহক সহজেই ২৪ ক্য়ারেট সোনা কেনা যায় এমএমটিসি-পিএএমপির মাধ্যমে। ১০০ শতাংশ সুরক্ষা ও বীমার  গ্যারান্টি পাওয়া যায়  ডিজিটাল সোনার ক্ষেত্রে।

বাড়িতে সোনা রাখতে ভয়? এক ক্লিকেই কিনে ফেলুন ডিজিটাল সোনা, মিলবে হরেক সুবিধাও
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 4:20 PM

নয়া দিল্লি: বাড়িতে বা ব্যাঙ্কে সোনা জমিয়ে রেখেছেন? কোথাও গেলেই খালি মন খচখচ করে জমিয়ে রাখা সেই সোনার চিন্তায়। সুরক্ষিত ও সহজেই বিনিয়োগের সুযোগ দিতে আনা হয়েছে ডিজিটাল সোনা। তবে শেয়ার বাজারে ডিজিটাল সোনা বেচা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেবি। কারণ ডিজিটাল সোনা বেচার ক্ষেত্রে এ বার নিয়মে পরিবর্তন আসছে।

স্টক ব্রোকারদের ইতিমধ্যেই ডিজিটাল সোনা বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে সেবির তরফে। নয়া নির্দেশিকা জারির পর ফের কেনাবেচা শুরু করা যাবে। এর আগে সেবির তরফে ডিজিটাল সোনা কেনাবেচাকে বেআইনি বলে গণ্য করা হত। এর জেরে পেটিএম, আপস্টক্স, গ্রো-র মতো নানা অ্য়াপে সোনা কেনাবেচায় সমস্যার মুখে পড়ত হত। আগামী ১০ সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে অনেকটাই সহজ হয়ে যাবে সোনা কেনাবেচার পদ্ধতি।

গুগল পে বা ফোনপে-র মাধ্যমে একজন গ্রাহক সহজেই ২৪ ক্য়ারেট সোনা কেনা যায় এমএমটিসি-পিএএমপির মাধ্যমে। ১০০ শতাংশ সুরক্ষা ও বীমার গ্যারান্টি পাওয়া যায়  ডিজিটাল সোনার ক্ষেত্রে।

কীভাবে কিনবেন ডিজিটাল সোনা?

ফোনে গুগল পে অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ডিজিটাল সোনা কেনা যায়। গুগল পে খুলে সেখানে বিজনেস অ্যান্ড বিলস অপশনে ক্লিক করলেই গোল্ড লেখা একটি উইন্ডো দেখা যাবে। এখানেই গ্রাহকরা সোনা কেনা, বিক্রি বা উপহার দেওয়ার অপশন পাবে। ৯৯.৯ শতাংশ আসল সোনার গ্য়ারান্টিও দেওয়া হয়। যত টাকার সোনা কিনছেন, সেই অঙ্কটি ট্রানজাকশন অপশনে গিয়ে টাইপ করলেই এবং পে অপশনে ক্লিক করলেই আপনার কাছে একটি ট্রানজাকশন আইডি ও ইনভয়েস পাঠানো হবে, যেখানে কত টাকার ওবং কত গ্রামের সোনা কিনেছেন, তা উল্লেখ করা থাকবে। উল্লেখ্য, এই সোনার দামের মধ্যে জিএসটিও ধরা থাকবে। কলকাতার জন্য গুগল পে-তে বর্তমানে ৩ শতাংশ জিএসটি লাগে।

কীভাবে বিক্রি করবেন ডিজিটাল গোল্ড?

আপনার কেনা ডিজিটাল সোনা আপনি অনলাইন মাধ্যমেই বিক্রিও করে দিতে পারেন। তবে এক্ষেত্রে সোনার দাম বাড়ার পরই বিক্রি করা ভাল, তাতেই বেশি লাভ করা সম্ভব। অনলাইন মাধ্যমে সোনা কেনা বেচার ক্ষেত্রে জিএসটি থাকায় আপনার ক্রয়মূল্যের তুলনায় বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে।

গোল্ড লকারের অপশন-

গ্রাহকের কেনা সোনাকে সুরক্ষিত রাখতে গোল্ড লকারের সুবিধাও দেওয়া হয়। গোল্ড অ্যাকুমুলেশন প্ল্যান অ্যাকাউন্টে এই সোনা জমা রাখা যেতে পারে। আপনি নির্দিষ্ট সময় অন্তর অ্যাকাউন্ট খুলে আপনার কেনা সোনার বাজারদর কত হয়েছে এবং কেনা বেচার যাবতীয় তথ্য এক ক্লিকেই দেখতে পারবেন। ভেরিফাইড মোবাইল নম্বর ও সিম কার্ডের সঙ্গে গোল্ড লকারের লিঙ্ক করে রাখায় কোনও সন্দেহজনক কার্যকলাপ বা লেনদেন হলেই গুগল পে-র তরফে আপনাাপনিই অ্য়াকাউন্ট ব্লক করে দেওয়া হবে।
ডিজিটাল সোনার ক্ষেত্রে আপনি কিছু সোনার উপর টাকা বিনিয়োগও করতে পারবেন, যা বাকি ক্ষেত্রে সুযোগ মেলে না। আরও পড়ুন: পেট্রোপণ্যে স্বস্তি! রইল আজকের দামদর