একবারে কতগুলি ২০০০ টাকার নোট বদলানো যাবে? জেনে নিন RBI-এর নির্দেশিকা
RBI's guideline to change Rs 2000 note: শুক্রবার (১৯ মে), আচমকাই বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নোট জমা বা বদল নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আপনার কাছেও যদি ২০০০ টাকার নোট থেকে থাকে, তাহলে সেগুলি নিয়ে কী করবেন?
নয়া দিল্লি: শুক্রবার (১৯ মে), আচমকাই বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে, নিজ নিজ অ্যাকাউন্টে ২০০০ টাকার নোটগুলি জমা করতে বা ব্যাঙ্কে জমা দিয়ে নোটগুলি বদলে নিতে জনসাধারণকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ২০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করতে বলেছে আরবিআই। ২০১৬ সালের ৮ নভেম্বর রাতারাতি পুরনো ৫০০ টাকার নোট এবং ১০০০ টাকার নোট অবৈধ করা হয়েছিল। তবে, এই ক্ষেত্রে ২০০০ টাকার নোটগুলি বৈধতা হারাচ্ছে না। কাজেই, সাধারণ মানুষ এখনও লেনদেনের জন্য ২০০০ টাকার ব্যাঙ্কনোট ব্যবহার করতে পারবেন। তবে, ৩০ সেপ্টেম্বর বা তার আগে এই ব্যাঙ্কনোটগুলি ব্যাঙ্কে জমা দিতে অথবা বদলে নিতে উৎসাহিত করছে আরবিআই। এই নোট জমা বা বদল নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আরবিআই-এর পক্ষ থেকে সেই বিভ্রান্তিগুলি দূর করার চেষ্টা করা হয়েছে। আপনার কাছেও যদি ২০০০ টাকার নোট থেকে থাকে, তাহলে সেগুলি নিয়ে কী করবেন? আসুন জেনে নেওয়া যাক –
১. আপনার কাছে ২০০০ টাকার ব্যাঙ্কনোট থাকলে কী করবেন?
আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে তা ব্যাঙ্কে গিয়ে আপনার নিজের অ্যাকাউন্টে জমা দিতে পারেন অথবা ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে ২০০০ টাকার নোটগুলি দিয়ে অন্যান্য ব্যাঙ্কনোট নিয়ে নিতে পারেন। অ্যাকাউন্টে জমা এবং নোট বদলের সুবিধাটি ২৩ মে তারিখ থেকে শুরু করা হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। আরবআই-এর ১৯টি আঞ্চলিক অফিসে নোট বদল করা যাবে।
২. কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার ব্যাঙ্কনোট জমা করার কোনও সীমা আছে কি?
কেওয়াইসি নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত খুশি মূল্যের ২০০০ টাকার নোট জমা করতে পারবেন।
৩. ২০০০ টাকার নোট বদলানোর ক্ষেত্রে কি কোনও সীমা আছে?
ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্মে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করা যাবে।
৪. বিজনেস করেসপন্ডেন্টদের মাধ্যমে কি ২০০০ টাকার ব্যাঙ্কনোট বদলানো যাবে?
বিজনেস করেসপন্ডেন্টদের মাধ্যমে প্রতিদিন ৪,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলানো যাবে।
৫. কোনও ব্যাঙ্কের শাখা থেকে ২০০০ টাকার ব্যাঙ্কনোট বিনিময় করার জন্য কি ওই ব্যাঙ্কের গ্রাহক হতে হবে?
না। কোনও নন-অ্যাকাউন্ট হোল্ডারও যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখায় একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২,০০০ টাকার ব্যাঙ্কনোট বদলাতে পারবেন।
৬. নোট বদলানোর জন্য কি কোনও মূল্য দিতে হবে?
না। বিনামূল্যেই ২০০০ টাকার নোট বদলানো যাবে।
৭. প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি প্রমুখদের জন্য নোট বদল বা জমা করার জন্য কি বিশেষ কোনও ব্যবস্থা থাকবে?
২০০০ টাকার নোট বদল বা জমা করতে চাওয়া প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি প্রমুখদের যাতে যতটা সম্ভব কম অসুবিধা হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে।
৮.যদি কেউ অবিলম্বে ২০০০ টাকার ব্যাঙ্কনোট জমা বা বিনিময় করতে না পারেন তাহলে কী হবে?
জনসাধারণের সুবিধার্থে ২০০০ টাকার নোট জমা এবং বদলের জন্য চার মাসের বেশি সময় দেওয়া হয়েছে। আরবিআই-এর মতে এই সময়টা যথেষ্ট। তাই, বরাদ্দ করা এই সময়ের মধ্যেই জনসাধারণকে নিজেদের সুবিধামত সময়ে নোটগুলি জমা বা বদল করতে উত্সাহিত করা হচ্ছে। যদি কেউ এই সময়ের মধ্যে তা না করতে পারেন, সেই ক্ষেত্রে তাঁর কাছে থাকা ২০০০ টাকার নোটগুলির কী হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট করেনি আরবিআই।
৯. কোনও ব্যাঙ্ক যদি ২০০০ টাকার নোট বদলে দিতে বা গ্রহণ করতে অস্বীকার করে তাহলে কী হবে?
এই ক্ষেত্রে গ্রাহক প্রথমে সংশ্লিষ্ট ব্যাঙ্কে অভিযোগ দায়ের করতে পারেন। ৩০ দিনের মধ্যে যদি সেই ব্যাঙ্ক সেই অভিযোগের প্রেক্ষিতে কিছু না জানায়, বা ব্যাঙ্কের প্রতিক্রিয়ায় যদি গ্রাহক সন্তুষ্ট না হন, তাহলে অভিযোগকারী রিজার্ভ ব্যাঙ্কের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে (cms.rbi.org.in) অভিযোগ জালাতে পারবেন।