Union Budget 2023: কেন্দ্রীয় বাজেট থেকে কী কী প্রত্যাশা রয়েছে ভারতীয় সংস্থাগুলির?
Union Budget 2023: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট থেকে একাধিক প্রত্যাশা রয়েছে ভারতীয় সংস্থাগুলির।
এক সপ্তাহের মাথাতেই কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023)। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট থেকে নাগরিকদের বিভিন্ন রকমের আশা প্রত্যাশা রয়েছে। সেরকমই ভারতের ব্যবসায়িক নেতারা বিশ্বাস করেই নিয়েছেন বৈশ্বিক মন্দা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ এর এই বাজেট বিভিন্ন সেক্টর ও শিল্প ক্ষেত্রের অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করবে। প্রাক বাজেট সমীক্ষা থেকে দেখা গিয়েছে এই সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ।
ভারতীয় সংস্থাগুলি এই ২০২৩-২৪ সালের বাজেট থেকে কী কী প্রত্যাশা রাখছে?
- সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমীক্ষা অনুযায়ী ৬০ শতাংশ সংস্থা বিশ্বাস করে এর ফলে এই খাতের অনেক সুবিধা হয়েছে।
- ব্যবসায়িক নেতারা প্রত্যাশা করছেন,সরকার শিল্পক্ষেত্রে চাহিদা বাড়ানোর জন্য পদক্ষেপ করবে। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় অর্ধেকজন বিশ্বাস করেন, অতিরিক্ত কর বিরতি তাঁদের নিজ নিজ শিল্পে প্রবৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে।
- সমীক্ষা অনুসারে, ৫৬ শতাংশ ব্যক্তি মনে করেন, ডিজিটাল প্রকল্পগুলি তৈরি এবং সম্পূর্ণ করার জন্য বেসরকারি খাতের সঙ্গে আগ্রাসীভাবে সহযোগিতা করা ডিজিটালাইজেশন প্রচেষ্টাকে উত্সাহিত করবে।
- এই সমীক্ষায় প্রায় ৬০ শতাংশ ব্যবসায়িক নেতারা তহবিল সংগ্রহের জন্য ভারতীয় সরকারি বন্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে।
- ৫৮ শতাংশ বিশ্বাস করে পিপিপি মডেলে কাজ হলে তা অর্থনীতির জন্য মঙ্গলজনক।
- ৫৬ শতাংশ উত্তরদাতাদের মতে, শিল্পে রপ্তানি বাড়ানোর সর্বোত্তম উপায় হল বর্ধিত উৎপাদন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম।
- ব্যবসায়িক নেতারা মনে করেন, সরকারের উচিত উৎপাদনকারী অর্থনীতির দুর্বলতার সুযোগ নেওয়া। প্রতিযোগিতামূলক আমদানি শুল্কের পক্ষে সওয়াল করেন তাঁরা।
- ৬৫ শতাংশের বেশি সমীক্ষায় অংশগ্রহণকারীরা মনে করেন, ট্যাক্স কমপ্লায়েন্সকে সহজ করা সবচেয়ে উপকারী হবে।
- ব্যক্তিগত কর কাঠামোর পরিবর্তন হলে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
- ৬০ শতাংশের বেশি লোক সর্বোচ্চ কর ছাড় এবং কর ছাড়ের পরিমাণ বৃদ্ধির আশা করছে।