2000 Note: ২০০০ টাকার নোট বদলের সময়সীমা কি বাড়বে?

RBI: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ২০০০ টাকার নোট জমা দেওয়া ও বদলের শেষ দিন। আগামিকালের পর ২০০০ টাকার নোট আর বদল করা যাবে কিনা বা নোটটি বৈধ থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

2000 Note: ২০০০ টাকার নোট বদলের সময়সীমা কি বাড়বে?
২ হাজার টাকার নোট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 5:57 AM

নয়া দিল্লি: ২০০০ টাকার নোট (Rs 2000 note) জমা দেওয়া ও নোট বদলের সময়সীমা শেষ হতে চলেছে। আগামিকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ২০০০ টাকার নোট জমা দেওয়া ও বদলের শেষ দিন। আগামিকালের পর ২০০০ টাকার নোট আর বদল করা যাবে কিনা বা নোটটি বৈধ থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে এই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এমনকি, রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোটের টেন্ডার প্রত্যাহার করেনি। ফলে ২০০০ টাকার নোটটি সম্পূর্ণ বাতিল হচ্ছে কিনা তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না।

৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর সময়সীমা কি বাড়ানো হবে?

২০০০ টাকার নোট বদলের সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পর বাড়ানো যাবে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক। তবে ১ সেপ্টেম্বর, ২০২৩-এ RBI-এর প্রেস রিলিজ অনুসারে, ২০০০ টাকার নোটের ৯৩ শতাংশ নোট ১৯ মে, ২০২৩-এর মধ্যে ব্যাঙ্কে ফিরে এসেছে। ফলে ২০০০ টাকার নোট জমা দেওয়া এবং বিনিময় করার সময়সীমা বাড়ার সম্ভাবনা কম।

৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর কী হতে পারে?

২০০০ টাকার নোটের টেন্ডার এখনও অব্যাহত রয়েছে। ফলে ৩০ সেপ্টেম্বরের পরেও কারও কাছে ২০০০ টাকার নোট থেকে গেলে সেটার কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ৩০ সেপ্টেম্বরের পর এগুলি হতে পারে…

১) লেনদেন না হলেও জমার অনুমতি দেওয়া যেতে পারে

৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার নোট লেনদেনের জন্য ব্যবহার না করা হলেও ব্যাঙ্কে জমা করার সময় বাড়তে পারে।

২)কেবল এখানে বিনিময় সুবিধা উপলব্ধ

পরিচয়পত্র দিয়ে রিজার্ভ ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দেওয়া যেতে পারে।

৩) লেনদেন ও বিনিময় সুবিধা সম্পূর্ণ বন্ধ

২০০০ টাকার নোট বদল বা লেনদেন নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক নতুন কোনও বিজ্ঞপ্তি না দিলে ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর ২০০০ টাকার নোটের লেনদেন ও ব্যাঙ্কে বিনিময় সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে।