Wife divorce claim: বিবাহ বিচ্ছেদ হলে স্বামীর কী কী সম্পত্তি দাবি করতে পারে স্ত্রীরা, জানেন?
women property rights: বিবাহ বিচ্ছেদ হলে এক জন স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে কী কী দাবি করতে পারে, সেই সম্পর্কে প্রত্যেক মহিলারই সচেতন হওয়া উচিত। নিজ অধিকার সম্পর্কে মহিলাদের স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত।
কলকাতা: বিবিধ কারণেই বৈবাহিক জীবনে অশান্তি নেমে আসে। অনেক সময় তা গড়িয়ে যায় বিচ্ছেদ পর্যন্ত। অনেক ক্ষেত্রেই আচমকা বিবাহ বিচ্ছেদের ফলে চরম সমস্যায় পড়েন মহিলারা। নিজ অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় প্রাপ্য থেকে বঞ্চিত হতে হয়। তাই, বিবাহ বিচ্ছেদ হলে এক জন স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে কী কী দাবি করতে পারে, সেই সম্পর্কে প্রত্যেক মহিলারই সচেতন হওয়া উচিত। প্রাপ্য অধিকার স্পষ্টভাবে বুঝে নেওয়া উচিত। আসুন জেনে নেওয়া যাক বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীদের কাছ থেকে মহিলারা কী কী দাবি করতে পারেন –
স্বামী-স্ত্রী যৌথভাবে কিনেছে
বিবাহ বিচ্ছেদ হলে, এই সম্পত্তি থেকে তার অংশ দাবি করতে পারে স্ত্রী। ৫০ শতাংশ পর্যন্ত দাবি করা যেতে পারে। যদি স্থাবর সম্পত্তি হয়, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত না হওয়া পর্যন্ত সেই সম্পত্তিতে থাকার অধিকারও থাকবে স্ত্রীর।
টাকা স্বামী দিয়েছে, সম্পত্তি তারই নামে
সম্পত্তি স্বামীর নামে থাকলেও স্ত্রী তার একটি অংশ দাবি করতে পারে। কারণ সে আইনগত সেই সম্পত্তির একজন ‘ক্লাস ওয়ান’ উত্তরাধিকারী। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে, সে শুধুমাত্র ভরণপোষণ হিসাবে তার অংশ চাইতে পারে।
টাকা স্ত্রী দিয়েছে, অথচ সম্পত্তি স্বামীর নামে
যতক্ষণ না স্ত্রী ওই সম্পত্তি সে কিনেছে বলে প্রমাণ করতে পারছে, ততক্ষণ এই ধরনের সম্পত্তিতে স্বামীর পূর্ণ অধিকার থাকবে। কিন্তু যদি সে প্রমাণ করতে পারে, তবে স্ত্রী সেই সম্পত্তিতে তার অংশ অবশ্যই দাবি করতে পারে।
টাকা স্বামী দিয়েছে, অথচ সম্পত্তি স্ত্রীর নামে
সে টাকা দিয়েছে, সেটা স্বামী যতক্ষণ না প্রমাণ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত স্ত্রী এই সম্পত্তিতে নিরঙ্কুশ মালিকানা থাকবে। কিন্ত, যদি স্বামী তা প্রমাণ করে দেয়, তবে স্ত্রী শুধুমাত্র ভরণপোষণের দাবি করতে পারবে। ‘ক্লাস ওয়ান’ আইনি উত্তরাধিকারী হিসেবেও এই সম্পত্তির একটি অংশ সে দাবি করতে পারে।
টাকা স্ত্রী দিয়েছে, সম্পত্তি তারই নামে
কোনও মহিলা নিজের টাকায় যে সম্পত্তি কিনেছেন, সেটা বিয়ের আগে হোক বা পরে, সেই সম্পত্তি তারই থাকবে। তিনি সেই সম্পত্তি ইচ্ছামতো বিক্রি করতে পারেন, নিজের কাছে রেখে দিতে পারেন বা কাউকে উপহারও দিতে পারেন।