Ram Mandir: রাম মন্দিরের জন্য টাকা দিয়ে বাঁচাতে পারেন ট্যাক্স, জেনে নিন উপায়

Ram Mandir: রাম মন্দির নির্মাণের তদারকি করার জন্য ভারত সরকারের হাতেই তৈরি হয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাম মন্দিরের জন্য অর্থ দান করতে, যে কেউ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে যেতে পারেন।

Ram Mandir: রাম মন্দিরের জন্য টাকা দিয়ে বাঁচাতে পারেন ট্যাক্স, জেনে নিন উপায়
রাম মন্দির।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 4:52 PM

কলকাতা: রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা দেশেই। এই রাম মন্দিরের জন্য অর্থ অনুদান করে আপনি বাঁচাতে পারেন ইনকাম ট্যাক্স। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইট অনুসারে, কেন্দ্রীয় সরকার ২০২০-২০২১ অর্থবছর থেকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রকে ঐতিহাসিক স্থান এবং জনসাধারণের উপাসনার জায়গা হিসাবে ঘোষণা করেছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে যে অনুদান আসছে তাঁর অর্ধেকই ব্যবহার করা হচ্ছে মন্দিরের পুনর্গঠন-মেরামতির জন্য। সেই অনুদান ভারতের আয়কর আইন ১৯৬১ এর ধারা 80G (2) (B) এর অধীনে কর ছাড়ের আওতায় পড়বে। তবে ২ হাজার টাকার উপরে নগদ অনুদানের ক্ষেত্রে কর ছাড় মিলবে না। 

প্রসঙ্গত, রাম মন্দির নির্মাণের তদারকি করার জন্য ভারত সরকারের হাতেই তৈরি হয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাম মন্দিরের জন্য অর্থ দান করতে, যে কেউ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে যেতে পারেন। কোনও ব্যক্তি যদি অযোধ্যা রাম মন্দিরের পুনর্গঠন, মেরামতির জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে অর্থ দান করতে চান তাহলে তিনি পেমেন্ট গেটওয়ে, ইউপিআই/কিউআর কোড/এর মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা করতে পারেন। NEFT/IMPS/ ডিমান্ড ড্রাফ্ট/চেকের মাধ্যমেও দেওয়া যেতে পারে টাকা। ট্রাস্টে অর্থ দান করার জন্য কোনও ধরনের চার্জ বা ফি পর্যন্ত নেওয়া হচ্ছে না। 

তবে এখানেও রয়েছে কিছু শর্ত। টাকা অনুদানের পরেই কিন্তু তৎক্ষণাৎ রসিদ পাবেন না। যদি একজন ব্যক্তি অর্থ দান করার জন্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, তাহলে অর্থ প্রদান সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি অনুদানের রসিদ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, যদি কেউ UPI/QR কোড/NEFT/IMPS/ডিমান্ড ড্রাফ্ট/চেকের মতো অন্যান্য পদ্ধতির মাধ্যমে দান করে থাকেন, তাহলে বিশদ যাচাইয়ের পরেই দেওয়া হচ্ছে রসিদ। এমনকী সেগুলি ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হচ্ছে।