CISF Recruitment: স্নাতক পাশেই কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, নিয়োগ সম্বন্ধে খুঁটিনাটি জেনে নিন এখানে
CISF Recruitment: ৭০০-র বেশি পদে নিয়োগ করা হচ্ছে CISF এ। স্নাতক পাশেই করা যাবে আবেদন।
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ রয়েছে প্রার্থীদের সামনে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (Central Industrial Security Force) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৭০০-র বেশি পদে করা হবে নিয়োগ। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (Central Industrial Security Force)
পদের নাম:
অ্যাসিসট্য়ান্ট সাব ইনস্পেক্টর (Assistant Sub Inspector) পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা:
৭০৬ টি
নিয়োগস্থল:
সমগ্র ভারত জুড়েই নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
সিআইএসএফ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। ২০২২ সালের ১ অগাস্ট অনুযায়ী, বয়সের হিসেব করতে হবে। তবে কেন্দ্রীয় সংরক্ষণের নিয়ম অনুযায়ী, SC ও ST প্রার্থীরা ৫ বছরের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
১২ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।