DGPM Recruitment: রাজ্যে কেন্দ্রীয় সংস্থায় একাধিক শূন্যপদে চাকরি, মাস গেলে বেতন মিলবে দেড় লক্ষ টাকা
DGPM Recruitment: কেন্দ্রীয় সরকারে ১০০ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ১০ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
অতিরিক্ত অ্য়াসিসট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিরেক্টরেট জেনারেল অব পারফরমেন্স ম্যানেজমেন্ট (Directorate General of Performance Management)। দেশের পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা: ডিরেক্টরেট জেনারেল অব পারফরমেন্স ম্যানেজমেন্ট (Directorate General of Performance Management)
পদের নাম :
অতিরিক্ত অ্য়াসিসট্যান্ট ডিরেক্টর (Additional Assistant Director) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ১০০ টি পদে করা হবে নিয়োগ।
বেতন:
মাস গেলে বেতন মিলবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।
নিয়োগস্থল:
মহারাষ্ট্রের মুম্বই, উত্তর প্রদেশের লখনউ, গুজরাটের আমেদাবাদ, কর্নাটকের বেঙ্গালুরু, তেলঙ্গানার হায়দরাবাদ, নয়া দিল্লি , পশ্চিমবঙ্গের কলকাতা ও তামিলনাড়ুর চেন্নাইতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে আবেদনককারীকে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :
অফলাইনেই করা যাবে আবেদন।
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Assistant Director (Cadre), DGPM Hqrs., 5th Floor, Drum Shaped Building, I.P. Estate, New Delhi-110002
আবেদনের শেষ তারিখ:
১০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে করতে হবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট – dgpm.gov.in