Amazon Work Policy: আজীবন Work From Home! কর্মীদের জন্য বড় ঘোষণা এই ই-কমার্স সংস্থার

মার্কিন কল সেন্টারে কর্মরত কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এই সংস্থা।

Amazon Work Policy: আজীবন Work From Home! কর্মীদের জন্য বড় ঘোষণা এই ই-কমার্স সংস্থার
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2022 | 9:00 AM

ওয়াশিংটন: করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছিল। ওয়ার্ক ফ্রমই হয়ে উঠেছিল রোজনামচা। সংক্রমণ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে, তখন বেশ কিছু সংস্থা নিজের কর্মীদের পুনরায় অফিসে ফিরিয়ে আনার কথা বলছে। এই অবস্থায় কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজন। মার্কিন কল সেন্টারে কর্মরত কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এই সংস্থা। অনেকেই দাবি করছেন, এই পদ্ধতিতে কাজ চালিয়ে গেলে সংস্থার খরচ হওয়া টাকা অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

ব্লুমবার্গে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই সংস্থা বেশ কিছু কল সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী ২০০৫ সালে ওয়াশিংটনের কেন্নেউইকে সংস্থার যে কল সেন্টার খোলা হয়েছিল, তার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে এই সংস্থা। অ্যামাজনের মুখপাত্র ব্রাড গ্লাসার ইমেল মারফত জানিয়েছেন, “কর্মীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য এবং গ্রাহক পরিষেবার মান উন্নত করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এর আগে জনপ্রিয় মোবাইল ও গ্যাজেট নির্মাতা সংস্থা অ্যাপেল সংস্থার কর্মীদের সপ্তাহে ৩ দিন অফিস আসার নির্দেশ দিয়েছিল। সংস্থার কর্মীদের মেমো লিখে এই কথাই জানিয়েছিলেন টিম কুক।