মাসে ৪১ হাজার টাকা বেতন, Flipkart- এ চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে স্নাতকরাই এই শূন্য়পদে আবেদন করতে পারবেন।

মাসে ৪১ হাজার টাকা বেতন, Flipkart- এ চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 8:30 AM

নয়া দিল্লি: কলেজ পাশ করে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে দারুণ খবর। নতুন বছরে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি একাধিক সংস্থাতেও চলছে কর্মী নিয়োগ। এমনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ফ্লিপকার্ট। সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্টে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। নবাগতরা যেমন এই শূন্যপদে আবেদন করতে পারবেন, তেমনই অভিজ্ঞ ব্যক্তিরাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন। এই চাকরির অন্যতম একটি বিশেষত্ব হল এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তারা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা পাবেন।

ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, ভেন্ডর কনসাল্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। একাধিক কর্মী নিয়োগ করা হবে এই পদে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। অনলাইনেই এই শূন্যপদে আবেদন করতে হবে।

শূন্যপদে আবেদনের জন্য ফ্লিপকার্টের অফিশিয়াল ওয়েবসাইট- https://www.flipkartcareers.com – এ গিয়ে আবেদন জানাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে স্নাতকরাই এই শূন্য়পদে আবেদন করতে পারবেন। নবাগত ও অভিজ্ঞতা সম্পন্ন- উভয়ই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

পদ- ভেন্ডর কনসাল্টেন্ট।

বয়সসীমা- ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

বেতন- এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের প্রতি মাসে ৪১ হাজার ৬০০ টাকা বেতন দেওয়া হবে।