Visva Bharati Recruitment: বিশ্বভারতীতে শিক্ষকতা করতে চান? সুযোগ এখন হাতের সামনে
Visva Bharati Recruitment: বিশ্বভারতীর জাপানি ভাষার বিভাগে অতিথি অধ্যাপক নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন উপস্থিত থাকতে হবে।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে। অতিথি অধ্যাপক (Guest Faculty) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati)
পদের নাম:
অতিথি অধ্যাপক (Guest Faculty)পদে করা হচ্ছে নিয়োগ।
মোট শূন্যপদের সংখ্যা:
১ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ।
বেতন:
প্রতি লেকচারে মিলবে ১৫০০ টাকা। অর্থাৎ, মাসিক বেতন হবে প্রতি মাসে ৫০ হাজার টাকা।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
বিশ্বভারতীর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, জাপানি ভাষায় স্নাতকোত্তর করতে হবে। এর পাশাপাশি ইউজিসি নিয়ম অনুযায়ী, জাপানি ভাষায় নেট (NET) ও পিএইচডি (PhD) পাস করতে হবে প্রার্থীদের।
এছাড়াও যাঁদের ইতিমধ্যেই শিক্ষাকতার অভিজ্ঞতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। যাঁদের শেখানোর পদ্ধতিতে শব্দ জ্ঞান রয়েছে তাঁরা প্রাধান্য পাবেন। এছাড়া সাহিত্য ও ভাষায় জ্ঞান থাকলে বাড়তি সুবিধা পাবেন প্রার্থীরা।
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।
নিয়োগের সময়কাল:
১ বছর বা যতদিন না এই পদে স্থায়ীভাবে কেউ আসছেন ততদিন শিক্ষকতা করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ে অংশ নিতে হবে। সেখান থেকেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান ও কাল:
২১ নভেম্বর বিকেল সাড়ে ৩ টের সময় ভাষা ভবনের অধ্যক্ষের অফিসে ইন্টারভিউ হবে।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন