Visva Bharati Recruitment: বিশ্বভারতীতে শিক্ষকতা করতে চান? সুযোগ এখন হাতের সামনে

Visva Bharati Recruitment: বিশ্বভারতীর জাপানি ভাষার বিভাগে অতিথি অধ্যাপক নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন উপস্থিত থাকতে হবে।

Visva Bharati Recruitment: বিশ্বভারতীতে শিক্ষকতা করতে চান? সুযোগ এখন হাতের সামনে
ছবি সৌজন্যে : বিশ্ব ভারতী ওয়েবসাইট
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 8:30 AM

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে। অতিথি অধ্যাপক (Guest Faculty) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati)

পদের নাম:

অতিথি অধ্যাপক (Guest Faculty)পদে করা হচ্ছে নিয়োগ।

মোট শূন্যপদের সংখ্যা:

১ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ।

বেতন:

প্রতি লেকচারে মিলবে ১৫০০ টাকা। অর্থাৎ, মাসিক বেতন হবে প্রতি মাসে ৫০ হাজার টাকা।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিশ্বভারতীর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, জাপানি ভাষায় স্নাতকোত্তর করতে হবে। এর পাশাপাশি ইউজিসি নিয়ম অনুযায়ী, জাপানি ভাষায় নেট (NET) ও পিএইচডি (PhD) পাস করতে হবে প্রার্থীদের।

এছাড়াও যাঁদের ইতিমধ্যেই শিক্ষাকতার অভিজ্ঞতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। যাঁদের শেখানোর পদ্ধতিতে শব্দ জ্ঞান রয়েছে তাঁরা প্রাধান্য পাবেন। এছাড়া সাহিত্য ও ভাষায় জ্ঞান থাকলে বাড়তি সুবিধা পাবেন প্রার্থীরা।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।

নিয়োগের সময়কাল:

১ বছর বা যতদিন না এই পদে স্থায়ীভাবে কেউ আসছেন ততদিন শিক্ষকতা করতে হবে।

নিয়োগ পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ে অংশ নিতে হবে। সেখান থেকেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

ইন্টারভিউয়ের স্থান ও কাল:

২১ নভেম্বর বিকেল সাড়ে ৩ টের সময় ভাষা ভবনের অধ্যক্ষের অফিসে ইন্টারভিউ হবে।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন