Jobs In Tea Board Of India : টি বোর্ডে চাকরির সুযোগ, মাসিক বেতন কত?

Jobs In Tea Board Of India : টি বোর্ডে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ১১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

Jobs In Tea Board Of India : টি বোর্ডে চাকরির সুযোগ, মাসিক বেতন কত?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 9:00 AM

পুজোর আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। চাকরিপ্রার্থীরা নিয়োগে আবেদন করতেই পারেন। টি বোর্ড অব ইন্ডিয়ার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

টি বোর্ড অব ইন্ডিয়া (Tea Board of India)

পদের নাম :

ট্রেইনি অ্যানালিস্ট (Trainee Analyst)

শূন্যপদের সংখ্যা :

২ টি পদের জন্য নিয়োগ করা হবে।

নিয়োগস্থল :

কলকাতার জন্য নিয়োগ করা হবে।

বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ১৭ হাজার থেকে ১৮ হাজার টাকা।

কীভাবে করবেন আবেদন?

অনলাইনেই করা যাবে আবেদন। টি বোর্ড অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা :

টি বোর্ড অব ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বি.এসসি পাস করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের সমস্ত নথিপত্রের স্ক্যান করা ছবি সঙ্গে রাখতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী, প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০।

আবেদন মূল্য :

এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি :

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন শুরুর তারিখ :

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

আবেদনের শেষ তারিখ :

১১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট –teaboard.gov.in