Skill India Training: ৪১০৩টি শূন্য পদে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারতীয় রেলওয়ে, দেওয়া হবে স্টাইপেন্ড
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রশিক্ষণ শিবিরের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। বরং শিক্ষাগত যোগ্যতার রেজাল্টের নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচিত করা হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের উপরেই ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
কলকাতা: বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। সম্প্রতি ভারতীয় রেল এবং স্কিল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে মাধ্যমিক পাশে অ্যাপ্রেন্টিশিপ পদে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষিণ-মধ্য রেলের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে দেওয়া হবে স্টাইপেন্ড। যে কোনও ভারতীয় নাগরিক এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই প্রার্থীরা অনলাইনে আবেদন করা শুরু করে দিয়েছেন।
প্রশিক্ষণের নাম, মোট শূন্যপদ, যে সব পদে প্রশিক্ষণ দেওয়া হবে
স্কিল ইন্ডিয়া এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে অ্যাপ্রেন্টিশিপ পদে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে মোট শূন্যপদ ৮১০৩টি। এর মধ্যে জেনারেলে ১৬৪৫টি, ওবিসি-১১১৩টি, এসসি ৬২০টি, এসটি ৩১০টি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৪১৫টি আসন সংরক্ষিত রয়েছে।
এই উদ্যোগে যে সব পদে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল, এসি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, MMTM, MMW, পেইন্টার, ওয়েল্ডার।
বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা,নিয়োগ পদ্ধতি
স্কিল ইন্ডিয়া এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে হতে চলা এই প্রশিক্ষণে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসেব ধরা হবে ৪/১০/২০২১ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ১০+২ নিয়মে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের NCVT বা SCVT অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থা থেকে আইটিআই পাশ করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রশিক্ষণ শিবিরের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। বরং শিক্ষাগত যোগ্যতার রেজাল্টের নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচিত করা হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের উপরেই ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
স্টাইপেন্ড, আবেদন পদ্ধতি, আবেদন ফি, আবেদনের সময়সীমা
নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়মানুযায়ী নির্দিষ্ট হারে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য scr.indianrailways.gov.in ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের পরীক্ষা পাশের সমস্ত ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করার সময় ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। নেট ব্যাঙ্কিং, এসবিআই এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই ইউপিআই অ্যাপসের মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন। তবে এসসি, এসটি, মহিলা প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনওরকম আবেদন ফি জমা দিতে হবে না। এই প্রশিক্ষণের জন্য আবেদন শুরু হয়েছে ০৪ অক্টোবর ২০২১ থেকে। আবেদন চলবে আগামী ৩ নভেম্বর ২০২১ পর্যন্ত।
আরও পড়ুন: West Bengal Job: মাধ্যমিক পাশ করলেই মিলবে লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরি, আবেদন চলবে ৪ নভেম্বর পর্যন্ত